তিন ম্যাচ সিরিজ
প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতল টাইগাররা
সফররত শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতল টাইগাররা।
বাংলাদেশের দেয়া ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১০ উইকেটে ২২৪ রান সংগ্রহ করে।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ে শুরু থেকে বিপর্যয় দেখা দিলেও শেষ দিকে হাসারঙ্গা ম্যাচ কিছুটা জমিয়ে তুলেন। শেষ পর্যন্ত সাইফ উদ্দিনের বলে ৬০ বলে পাঁচ ছক্কা ও তিন চারে ৭৪ রান করেন তিনি।
বাংলাদেশে পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩০ রানে চার ও মোস্তাফিজুর ৩৪ রানে তিন উইকেট শিকার নেন।
এর আগে তামিম-মুশফিক ও রিয়াদের হাফ সেঞ্চুরিতে ২৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর করে টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু টপ অর্ডারদের ব্যর্থতায় ১০০ রানের আগেই চার উইকেট হারিয়ে ফেলে তারা।
স্বাগতিকদের পক্ষে মুশফিুর রহীম সর্বোচ্চ ৮৭ বলে ৮৪ রান করেন। এছাড়া তামিম ইকবাল ৫২ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৫৪ রান করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে করোনার থাবা
পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর ও মাহমুদুল্লাহ ১২২ বলে ১০৯ রান যোগ করেন। এটি ছিল বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ জুটি।
৪০ ওভারে বাংলাদেশের স্কোর ছিল চার উইকেটে ১৯৩ রান। কিন্তু মুশফিক ও মাহমুদুল্লাহর আউট হওয়ার পর স্বাগতিকরা শেষ ১০ ওভারে স্কোর বোর্ডে তেমন রান তুলতে পারেনি।
ষষ্ঠ ও সপ্তম উইকেটে বাংলাদেশ যথাক্রমে ২২ এবং ২৭ রান যোগ করে।
আফিফ হোসেন ২২ বলে ২৭ রান এবং এবং মোহাম্মদ সাইফুদ্দিন ৯ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন।
লিটন দাস ও মোহাম্মদ মিঠুন শূন্য রানে আউট হন।
শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয়া ডি সিলভা ৪৫ রানে নিয়েছেন তিন উইকেট।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ধানুশকা গুনাথিলকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সন্দাকান ও দুশমন্থ চামিরা।
৩ বছর আগে