সৌদি আরব বিমান ফ্লাইট
২৯ মে সৌদি আরবে বিমান ফ্লাইট শুরু
সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন প্যাকেজ সুবিধার সাপেক্ষে আগামী ২৯ মে থেকে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দপ্তরের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সৌদিগামী বিমান বাংলাদেশের ফ্লাইট ৫ দিন স্থগিত
এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন প্যাকেজ সুবিধা নিশ্চিত করণ সাপেক্ষে আগামী ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য নিকটস্থ বিমান সেলস কাউন্টার এ যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।
আরও পড়ুন: বাণিজ্যিক বিমান পরিসেবা চালু করেছে সরকার
উল্লেখ্য যে ভিসার মেয়াদের উপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে।
বিস্তারিত তথ্যে জানতে বিমান সেলস সেন্টার /কাউন্টার বা বিমান ওয়েবসাইটঃ www.biman-airlines.com অথবা
বিমান কল সেন্টারঃ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ - এ যোগাযোগ করা যাবে।
আরও পড়ুন: ‘কে-নাইন’: ঢাকা বিমানবন্দরের নিরাপত্তায় অন্যন্য এক বাহিনী
এছাড়া বিমান ফেসবুক আইডিতে যোগাযোগের ব্যবস্তা রয়েছে : https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour
৩ বছর আগে