দর্শনা বর্ডার
কুষ্টিয়ায় ভারত ফেরত দুই জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারত থেকে আসা ৩৬ বাংলাদেশীর মধ্যে শিশুসহ দুজনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার তাদের করোনা শনাক্ত হয়।
ভারত থেকে আসা ওই ৩৬ জনকে কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
আরও পড়ুন: নেত্রকোণায় ভারত ফেরত ২ জনের করোনা শনাক্ত
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, করোনা পরীক্ষার জন্য রবিবার সকালে ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলো কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাত আটটার দিকে পাঠানো পরীক্ষার ফলাফলের প্রতিবেদনে শিশুসহ দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
আরও পড়ুন: মাগুরায় ভারত ফেরত ৩ জনের করোনা শনাক্ত
সিভিল সার্জন আরও বলেন, দুজনের মধ্যে একজনের বয়স ৩৯ বছর। আরেক জনের বয়স ১২ বছর। ১২ বছরের ছেলেকে তার মায়ের সঙ্গে শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) রাখা হয়েছিল। আক্রান্ত আরেক যুবক শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে আছেন। শনাক্ত হওয়ার পর রাত সাড়ে ৮ টার দিকে আক্রান্ত দুজনকেই ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। তবে তাদের শরীরে তেমন কোনো উপসর্গ নেই।
আরও পড়ুন: সাতক্ষীরায় ভারত ফেরত ১১ বাংলাদেশির করোনা শনাক্ত
সিভিল সার্জন জানান, পিটিআইয়ের বীর প্রতীক তারামন বিবি হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ২৭ জন ও শহরের একটি আবাসিক হোটেলে ৯ জনকে রাখা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারত থেকে দর্শনা বন্দর দিয়ে আসা ৩৬ জন বাংলাদেশীকে বাসে করে কুষ্টিয়া পিটিআইয়ে আনা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান জানান, রবিবার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আসা আরও ৮২ জনকে কুষ্টিয়ায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ার ৩টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১১৮ জনকে রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে আরও মানুষ ফিরলে যাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা যায় সেই প্রস্তুতি নেয়া হয়েছে।
৩ বছর আগে