র্যাব অভিযান
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে এসময় একজনকে আটক করেছে র্যাব। রবিবার রাতে শিবগঞ্জের কানসাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুভাস ভকদ (৩০) শিবগঞ্জ উপজেলার আলীডাঙ্গা এলাকার ফাষটো ভকদের ছেলে।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে ১৩ মোবাইল চোর আটক
র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত সোয়া ৮টার দিকে শিবগঞ্জের কানসাট এলাকায় মেসার্স নয়ন ফিলিং স্টেশনের কাছে একটি আম বাগানে অভিযান চালায়। এসময় দুটি ওয়ান শুটারগানসহ সুভাস ভকদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘ দিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসাসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে।
আরও পড়ুন: শেরপুরে ভাতিজাকে হাত বেঁধে মাটিতে পুঁতে রাখার অভিযোগ, আটক ৩
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ বছর আগে
গাজীপুরে হেরোইন-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
গাজীপুরে অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ দুই লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করেছে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের র্যাব সদস্যরা। শুক্রবার রাতে নগরের বাসন থানার মধ্য ভোগড়া এলাকার জব্বার হাজীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াছড়া গ্রামের সেলিম রেজা (৩৪) ও একই উপজেলার গজারিয়া গ্রামের মিম খাতুন (১৮)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, শুক্রবার রাতে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের র্যাব সদস্যরা নগরের বাসন থানার মধ্য ভোগড়া এলাকায় অভিযান চালায়। এই সময় তারা দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, এক হাজার ৬৬০ পিস ইয়াবা, ৪০টি যৌন উত্তেজক ট্যাবলেট, চারটি মোবাইল ফোন, মোটরসাইকেল, পকেট স্কেল ও মাদক বিক্রির নগদ ২ লাখ ১৬ হাজার ১৮৫ টাকা ও দুটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নাটোরে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া দুজনে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেরোইন, ইয়াবা ও যৌন উত্তেজক ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের ভোগড়া এলাকায় মাদক স্পট তৈরি করে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন বলে জানান তিনি।
২ বছর আগে
সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৬৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় দু’জনকে গ্রেপ্তোর করেছে র্যাব-১২’র সদস্যরা। রবিবার দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ক্লিক মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-জেলার শাহজাদপুর উপজেলার বাজারঘাটি গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে মো. সানোয়ার হোসেন (৩৪) ও একই উপজেলার মুশিপুর উত্তরপাড়া গ্রামের মো. হাফিজুল প্রামানিকের ছেলে মো. তাহাজ উদ্দিন (৩৫)।
আরও পড়ুন: যশোরে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ক্লিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৮০ পিস ইয়াবা উদ্ধারসহ নগদ ৫ হাজার ৪০০ টাকা ও চারটি মোবাইল জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আরও পড়ুন: ঝিনাইদহে ‘জ্বীনের বাদশা চক্র’ এর ৪ সদস্য গ্রেপ্তার
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ বছর আগে
র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
নরসিংদী অভিযানের মাধ্যমে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় দুই যুবককে আটকের কথা জানিয়েছে র্যাব।
র্যাব ১১ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন- নরসিংদী সদর উপজেলার নবীপুর গ্রামের মৃত আ. মোত্তালিবের ছেলে তারা মিয়া (২২) ও একই এলাকার খোরশেদ আলমের ছেলে সুজন (৩৫)।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ শুক্রবার ভোর ৫টায় সময় জানতে পারে যে, নরসিংদীর সদর থানাধীন বালুয়াঘাট বাজার এর উত্তর পার্শ্বে ব্রিজের উত্তর দিকে ফাঁকা জায়গায় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্য চালানোর জন্য অবস্থান করছে। এমন সংবাদে র্যাব সদস্যরা সেখানে যান এবং দেশীয় অস্ত্রসহ দুই যুবককে হাতে নাতে আটক করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি কৌশলে সেখানে থেকে পালিয়ে যায়। পরে আটদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
র্যাব জানায়, আটক যুবকরা নরসিংদী দীর্ঘদিন থেকে দেশীও অস্ত্র প্রদর্শন ও ব্যবহার করে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন।
আটক আসামিদেরকে নরসিংদীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ বছর আগে
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৬ কেজি ৭৭ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
রবিবার বিকালে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের একটি আভিযানিক দল জেলার খোকসা থানাধীন কমলাপুর গ্রামস্থ কমলাপুর মিয়া পাড়া নতুন ঈদগাহ ময়দানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে গাঁজাসহ জালাল (৩৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ!
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ
মাদক ব্যবসায়ী জালাল খোকসা উপজেলার কমলাপুর রুমিপাড়া এলাকার মৃত মোতালেব শেখের ছেলে।
আরও পড়ুন: ছাদে ফুলের টবে গাঁজা চাষ: ১৯০টি চারাসহ আটক ১
র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে খোকসা থানায় উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে