সিওপি২৬
কার্বন প্রশমনে ভূমিকা রাখছে সুন্দরবন: অলক শর্মা
জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন ‘সিওপি২৬’ এর সভাপতি অলক শর্মা সুন্দরবনের গুরত্ব তুলে ধরে বলেছেন, বিশ্বের বৃহতম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন কার্বন প্রশমনে ব্যাপক ভূমিকা রাখছে। সুন্দরবনকে তিনি ‘কার্বন সিংক’ বলে উল্লেখ করেছেন।
বাংলাদেশে তার সাম্প্রতিক সফরকালে তিনি সুন্দরবন ভ্রমণ করেন। এসময় তিনি পর্যবেক্ষণ করেন কীভাবে সুন্দরবন আশেপাশের লোকালয়গুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে চলেছে।
অলক শর্মা বলেন, ‘এই গুরুত্বপূর্ণ কার্বন সিংক ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে স্থানীয় জনপদকে প্রতিনিয়ত রক্ষা করছে। পরিবেশে কার্বনের মাত্রা নিয়ন্ত্রণ এবং টিকে থাকার জন্য সুন্দরবন রক্ষা করা সকলের অগ্রাধিকার হওয়া উচিৎ।’
আরও পড়ুন: সিওপি২৬ সভাপতি অলোক শর্মা ২ দিনের সফরে ঢাকায়
সিওপি২৬ কে সামনে রেখে বাংলাদেশের জলবায়ুগত কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন অলোক শর্মা।
সিওপি২৬ সভাপতির সফরকালে বাংলাদেশ জলবায়ু ব্যবস্থাপনা সংক্রান্ত একটি পরিকল্পনা জমা দিয়েছে। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বাংলাদেশের দক্ষ প্রতিশ্রুতির প্রশংসা করেন।
অলোক শর্মা আরও বলেন, বর্তমানে বিশ্ব জলবায়ুগত বিষয়ে যেসব সমস্যা মোকাবিলা করছে তার জন্য বৈশ্বিক সমন্বয় প্রয়োজন। এই লক্ষ্যেই বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকবিলায় একসাথে কাজ করছে।
জলবায়ুগত সমস্যা মোকাবেলা করে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশ নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
৩ বছর আগে
সিওপি২৬ সভাপতি অলোক শর্মা ২ দিনের সফরে ঢাকায়
সিওপি২৬ সভাপতি অলোক শর্মা ২ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আগামী নভেম্বরে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গ্লাসগো সম্মেলনকে সামনে রেখে ঢাকা সফর করছেন তিনি।
বুধবার সকাল ৯:২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে বরণ করে নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।
সিওপি২৬ প্রধান বুধবার সকালে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন। পরবর্তীতে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেনের সাথে আলোচনায় বসবেন।
এছাড়া দুপুর ২টায় যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপাক্ষিক জলবায়ু শীর্ষক আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে সিওপি২৬ সভাপতির। আলোচনায় জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলো সমস্যা নিরসনে করণীয় নিয়ে কথা বলবেন তিনি।
এছাড়া দুপুর ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে যৌথ সংবাদ বিবৃতি প্রদান অনুষ্ঠানে অংশ নিবেন অলোক শর্মা।
৩ বছর আগে
জলবায়ু সমস্যা নিরসনে কমনওয়েলথের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
কমনওয়েলথকে অনুন্নত দেশের দারিদ্র্যতা এবং জলবায়ুগত দূর্বলতা কমিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এশীয় অঞ্চলের কমনওয়েলথ প্রধানের সাথে ভার্চুয়াল এক বৈঠকে তিনি বলনে, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উন্নত ভবিষ্যৎ এর জন্য স্থায়ী এবং প্রাকৃতি সমাধান নির্ণয়ে কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
আরও পড়ুন: ইসরায়েল সম্পর্কে বাংলাদেশের নীতির কোনো পরিবর্তন হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
কুইন দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স অফ ওয়েলস চার্লস ফিলিপ আর্থার জর্জ এই গোলটেবিল বৈঠকের আহ্বান করেন।
শেখ হাসিনা কমনওয়েলথের সদস্য এবং সিভিএফের সভাপতি হিসেবে সিওপি২৬ এর জন্য তিনটি পদক্ষেপ প্রস্তাব করেন। এর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী বনায়ন বা বৃক্ষরোপণ এবং স্থায়ী অর্থনৈতিক সমৃদ্ধির প্রচার এবং বৈশ্বিক অর্থনীতিকে ভালো অবস্থানে নেওয়ার জন্য বিনিয়োগের ব্যবস্থা।
অন্য দুটি পদক্ষেপ হলো- ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি বিশেষ দৃষ্টি রেখে কার্বন নিঃসরণ মাত্রা কমিয়ে প্রাকৃতিক প্রযুক্তির ওপর জোড় দেওয়া এবং কমনওয়েলথ দেশগুলোর মাঝে জ্ঞান এবং প্রযুক্তির স্থানান্তর ও জলবায়ুগত ভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আর্থিক সাহায্য পায় সে ব্যাপারে সাহায্য করা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতি বছর অভিযোজন এবং জলবায়ুগত স্থিতিস্থাপক্তার জন্য আমাদের সম্পদ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করি।’
তিনি বলেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থের উন্নতিকল্পে এবং আঞ্চলিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করছে এবং নদী ভাঙন ও অন্যান্য ক্ষতিকর জলবায়ু পরিবর্তনের ফলে যারা গৃহহীন হয়েছেন তাদের পুর্নবাসনের ব্যবস্থা করেছে।
প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বংলাদেশ ‘মুজিব ক্লাইমেট প্রসপারেটি ইনেসিয়েটিভ’গ্রহণ করেছে।
৩ বছর আগে