ব্ল্যাক ফাঙ্গাস
চট্টগ্রামে আরও এক ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
চট্টগ্রামে আরও এক ব্ল্যাক ফাঙ্গাস নারী রোগী শনাক্ত হয়েছে। যিনি করোনা আক্রান্ত না হয়েও মিউকরমাইকোসিস রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে এ পর্যন্ত তিনজন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী শনাক্ত হল।
আরও পড়ুন: দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যুজানা যায়, আক্রান্ত ওই রোগী নগরের হালিশহরের বাসিন্দা ৩৫ বছর বয়সী নারী। যিনি গত তিনদিন আগে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল বলেন, ‘ওই নারী কোভিড আক্রান্ত না হয়েও তার শরীরের মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অতিরিক্ত ডায়াবেটিস রয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তউল্লেখ, নতুন শনাক্ত হওয়া এই নারীসহ চট্টগ্রামে এ পর্যন্ত তিনজন ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে শনাক্ত হওয়া প্রথম রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
৩ বছর আগে
চট্টগ্রামে আরও এক ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও এক রোগী শনাক্ত হয়েছে। ৪৮ বছর বয়সী এই পুরুষ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত শুক্রবার (৬ আগস্ট) তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবির বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী পুরুষ। তাকে হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুনঃ চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত
এর আগে জুলাই মাসের শেষ দিকে ৬০ বছর বয়সী এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে। যা ছিল ব্ল্যাক ফাঙ্গাসে চট্টগ্রামে প্রথমবারের মতো কেউ আক্রান্তের ঘটনা। তিনি এখনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা ট্রান্সপোর্ট ব্যবসায়ী করোনায় আক্রান্ত ছিলেন না। ইতোমধ্যে তিনি করোনার দুই ডোজ টিকাও দিয়েছেন। এরপরও তিনি ভয়ঙ্কর এ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। তবে আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অ্যাজমার জটিলতা ছিল রোগীর। মুখের এক পাশে দাঁতের ব্যথাজনিত জটিলতায় তাকে প্রথমে চিকিৎসকের কাছে নেয়া হয়। ডাক্তারের পরামর্শে তাকে ২৫ জুলাই চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মুখের একপাশ ফুলে যায় তাঁর। এ অবস্থায় নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে ৬ আগস্ট জানা যায় রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। এরপর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল জানান, ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত প্রথম রোগীর আজ সার্জারি করার কথা রয়েছে। দ্বিতীয় রোগীকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকেও সার্জারি করাতে হবে। তবে সেটি রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। এছাড়া এর আগে রোগীকে কিছু ইনজেকশন ও ওষুধ দেয়া হবে।
৩ বছর আগে
চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত
চট্টগ্রামে প্রথমবারের মতো বিরল মিউকরমাইকোসিসে (ব্ল্যাক ফাঙ্গাস) এক নারী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হবার পর ষাটোর্ধ্ব ওই নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। বিরল ছত্রাকজনিত রোগটিতে আক্রান্ত হয়ে চার দিন ধরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে ওই নারী চমেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ‘উপসর্গ দেখে আমরা সন্দেহ করেছিলাম, ওই নারী মিউকরমাইকোসিস রোগে আক্রান্ত। আজ তার বায়োপসি রিপোর্টে এটি নিশ্চিত হয়েছি।’
আরও পড়ুন: দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
আক্রান্ত ওই নারীর নাম ফেরদৌসি বেগম (৬০)। তার গ্রামের বাড়ির চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
জানা যায়, গত ২৫ জুন থেকে জ্বরে আক্রান্ত হন গৃহিনী ফেরদৌস বেগম। চলতি মাসের ৩ জুলাই তার করোনা শনাক্ত হয়। ১৫ জুলাই করোনা নেগেটিভ হলেও তার নানা শারীরিক অসুবিধা দেখা দেয়। পরে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চমেকে নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে এই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল, একদিনেই ১৬ হাজারের বেশি শনাক্ত
আক্রান্ত ওই নারীর ছেলে মো. বেলাল হোসাইন বলেন, ‘পাঁচদিন আগে করোনায় আমি আব্বাকে হারিয়েছি। এখন আমার মা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার জন্য এমপোটেরিসিন-বি ইনজেকশনটি খুঁজছি। কিন্তু তা পাওয়া যাচ্ছে না। প্লিজ আপনারা এই ওষুধের সন্ধান দিন। যত টাকা লাগে আমরা দেব। আমার মাকে বাঁচাতে চাই।’
এ বিষয়ে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বার্ডেম হাসপাতালে পাঠানো হবে।’
আরও পড়ুন: ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোধে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
সিভিল সার্জন জানান, বিরল এই রোগে আক্রান্তের সংখ্যা খুবই কম। তাই সরকারিভাবে আপাতত ইনজেকশন যোগান দেওয়া সম্ভব নয়। তবে রোগী বাড়লে সরকারি নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
চিকিৎসকরা বলছেন, খুব কাছাকাছি দীর্ঘ সময় ধরে সংস্পর্শে না গেলে এই রোগ সংক্রমণের ঝুঁকি কম। মূলত কোভিড আক্রান্তদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা বেশি।
৩ বছর আগে
করোনা: দেশে একদিনে আরও ৪৬৩৬ শনাক্ত, মৃত্যু ৭৮
দেশে ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা কমলেও শনাক্ত বেড়েছে।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ৬২৬ জনে দাঁড়াল।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৩৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে পৌঁছেছে।
এর আগে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮২ জন মারা গেছেন যা গত ৫২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল সর্বোচ্চ ৮৮ জন মারা গিয়েছিল। এছাড়া ৩ হাজার ৬৪১ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: ফাইজারের টিকাদান সোমবার থেকে শুরু
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। শনাক্তের হার ১৯.২৭ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন। সুস্থতার হার ৯১.৭৩ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
মঙ্গলবার থেকে ৭ জেলায় ‘লকডাউন’
করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২ পর্যন্ত এই লকডাউন চলবে।
সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
আরও পড়ুন: করোনা: দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু
জেলাগুলো হলো-নারায়াণগঞ্জ,গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।
বিশ্ব পরিস্থিতি
বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ মাঝে কমে আসলেও,আবারও বিভিন্ন দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে। করোনা টিকা কার্যক্রম চলমান থাকার পরও দিন-দিন সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৬৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৮ লাখ ৬৪ হাজার ৪৪২ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮১ লাখের বেশি
বিশ্বে এ পর্যন্ত প্রায় ২৬০ কোটি ৩৫ হাজার ১২৮ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ৮৮৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১ হাজার ৮২৬ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৮২৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৯২৮ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে সোমবার সকাল পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৭৭২ জন এবং মারা গেছে ৩ লাখ ৮৬ হাজার ৭০৮ জন।
৩ বছর আগে
করোনা: দেশে ২৪ ঘণ্টায় আরও ৪৭ মৃত্যু, শনাক্ত ২৪৩৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে বলে রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভাইরাসে একদিনে আরও ৪৭ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ১১৮ জনে দাঁড়াল। এছাড়া ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ২৬ হাজার ৯২২ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: টিকা আনতে চীন যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ২ বিমান
এর আগে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৯ জন মারা গেছেন এবং ১ হাজার ৬৩৭ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৪৯টি।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৪৯ জন করোনা শনাক্ত
দেশে করোনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
একদিকে বিশ্বজুড়ে কয়েকটি দেশে নতুন সংক্রমণের সংখ্যা কমে যাওয়া, অপরদিকে করোনা টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটির ৫৫ লাখের বেশি পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার ৫৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৯১ হাজার ৪২৪ জন।
আরও পড়ুন: এবছরও বিদেশিদের হজে যেতে নিষেধাজ্ঞা
বিশ্বে এ পর্যন্ত ২৩১ কোটি ৪০ লাখ ৫৯ হাজার ৭১৮ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৩৭৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জন এবং এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৮১ মানুষ।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ২৭২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৮১৮ জন।
৩ বছর আগে
বিশ্বে মোট করোনায় আক্রান্ত ১৭ কোটি ৫১ লাখ ছাড়ালো
একদিকে বিশ্বজুড়ে কয়েকটি দেশে নতুন সংক্রমণের সংখ্যা কমে যাওয়া, অপরদিকে করোনা টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৫১ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৫০৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৮০ হাজার ৫৯২ জন।
আরও পড়ুন: বিশ্বে মোট করোনায় আক্রান্ত ১৭ কোটি ৪৭ লাখ ছাড়ালো
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১১০ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৯ হাজার ১৭৫ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জন এবং শুক্রবার পর্যন্ত মারা গেছে প্রায় ৩ লাখ ৬৩ হাজার ৯৭ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ২৩৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৬ হাজার ১১৮ জন।
বাংলাদেশ পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভাইরাসে একদিনে আরও ৪৩ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ৩২ জনে দাঁড়ালো।
আরও পড়ুন: করোনায় রামেকে আরও ১২ জনের মৃত্যু
এছাড়া ২ হাজার ৪৫৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জনে পৌঁছেছে।
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৪০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৭৭ টি।
আরও পড়ুন: করোনায় ২.৫ কোটি মানুষ দরিদ্র হবার দাবি নাকচ অর্থমন্ত্রীর
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
৩ বছর আগে
বিশ্বে মোট করোনায় আক্রান্ত ১৭ কোটি ৪৭ লাখ ছাড়ালো
একদিকে বিশ্বজুড়ে কয়েকটি দেশে নতুন সংক্রমণের সংখ্যা কমে যাওয়া, অপরদিকে করোনা টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৪৭ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৩৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৬৯ হাজার ৩৪৫ জন।
আরও পড়ুন: করোনায় রামেকে আরও ১২ জনের মৃত্যু
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ৪৮৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৮ হাজার ৭২৮ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৩৩৮ জন এবং এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৩ লাখ ৬৩ হাজার ৯৭ জন।
আরও পড়ুন: করোনায় ২.৫ কোটি মানুষ দরিদ্র হবার দাবি নাকচ অর্থমন্ত্রীর
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ১৩৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৫৯ জন।
বাংলাদেশ পরিস্থিতি
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে বলে বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভাইরাসে একদিনে আরও ৪০ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১২ হাজার ৯৮৯ জনে দাঁড়াল।
আরও পড়ুন: মতলবের ইউএনও মেয়েসহ করোনায় আক্রান্ত
এছাড়া ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনে পৌঁছেছে।
এর আগে বুধবার অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় ৩৬ জন মারা গেছেন এবং ২ হাজার ৫৩৭ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.২৫ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৪৭টি।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬১ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।
৩ বছর আগে
বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি ৩৫ লাখ ছাড়ালো
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৮০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৩৪ হাজার ৬৫৪ জন।
আরও পড়ুন: করোনায় বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ৩২ লাখ
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার ৬৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৭ হাজার ৯৪৬ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৪১৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ২১৮ জন।
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার বিকালে অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১২ হাজার ৮৬৯ জনে দাঁড়াল।
এছাড়া একদিনে ১ হাজার ৯৭০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ১২ হাজার ৯৬০জনে পৌঁছেছে।
আরও পড়ুন: চীনের ‘করোনাভ্যাক’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
এর আগে রবিবার অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় ৩৮ জন মারা গেছেন এবং ১ হাজার ৬৭৬ আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: রাশিয়া থেকে ৫ মিলিয়ন টিকা কিনতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৪৭ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।
৩ বছর আগে
করোনায় বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ৩২ লাখ
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ৩২ লাখের কাছাকাছি পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ২৬ হাজার ১০৭ জন।
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ৩৮ মৃত্যু, শনাক্ত ১৬৭৬
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৫৩৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৭ হাজার ৬২৮ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন।
আরও পড়ুন: চীনের ‘করোনাভ্যাক’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪০৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৬২ জন।
বাংলাদেশ পরিস্থিতি
করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন বলে রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যু ১২ হাজার ৮৩৯ জনে দাঁড়াল।
এছাড়া একদিনে ১ হাজার ৬৭৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ১০ হাজার ৯৯০জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৭৩ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।
আরও পড়ুন: রাশিয়া থেকে ৫ মিলিয়ন টিকা কিনতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
এদিকে, চীনের সিনোভ্যাক লাইফ সাইন্স কোম্পানির তৈরি ‘করোনভ্যাক’ ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর।
এম/এস ইনসেপ্টা ভ্যাক্সিনের আবেদনের ভিত্তিতে রবিবার এই অনুমোদনের সিদ্ধান্ত জানায় সংস্থাটি। এর আগে গত ৩ জুন ইনসেপ্টা ভ্যাকসিন এটি অনুমোদনের জন্য আবেদন করে।
‘করোনভ্যাকের’ বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছে এম/এস ইনসেপ্টা ভ্যাক্সিন লিমিটেড।
প্রাপ্ত বয়স্কদের জন্য ব্যবহৃত এই করোনা ভ্যাকসিন ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে।
ঔষধ প্রশাসনের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা কর্তৃপক্ষ গত ৯ ফেব্রুয়ারি এই ভ্যাক্সিনটির অনুমোদন দেয়। বর্তমানে বিশ্বের ২২টি দেশে এই কোভিড-১৯ টিকার ব্যবহার হচ্ছে।
৩ বছর আগে
কোভিড-১৯: দেশে একদিনে আরও ৪৩ প্রাণহানি, শনাক্ত ১১.০৩ শতাংশ
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
শনিবার বিকালে অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৩ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৮০১ জনে দাঁড়াল।
এছাড়া একদিনে ১ হাজার ৪৪৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৯ হাজার ৩১৪ জনে পৌঁছেছে।
এর আগে শুক্রবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩৪ জন মারা গেছেন। এছাড়া ১ হাজার ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.০৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: জেনে নিন ডেঙ্গু জ্বর থেকে সুরক্ষার উপায় ও করণীয়
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে।
শনিবার সকালে যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৫১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৮ হাজার ২৮০ জন।
বিশ্বে এ পর্যন্ত ২০৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ১১৮ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৭৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৭ হাজার এক জন।
আরও পড়ুন: আইইডিসিআর সমীক্ষা: নমুনার ৮০ শতাংশই ভারতীয় করোনা শনাক্ত
রামেকের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু
শুক্রবার প্রতিবেশী দেশ ভারতে ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে ভারতের করোনা রোগীল সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জনের দাঁড়িয়েছে।
শনিবার সকাল পর্যন্ত নতুন ২ হাজার ৭১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে দেশব্যাপী মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪০ হাজার ৭০২ জন।
এদিকে, শুক্রবার ব্রাজিলে করোনায় আরও ১ হাজার ৪৫৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে এবং এনিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৮৪২ জনে দাঁড়িয়েছে বলে দেশেটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৪০৮ জন।
৩ বছর আগে