বিশ্ব পরিস্থিতি
দেশে করোনায় একদিনে আরও ৪০ প্রাণহানি, শনাক্ত ১৬৭৫
মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৪০ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৪৪১ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে পৌঁছেছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানায়, ২৪ ঘণ্টায় ২৫ জন মারা গেছেন এবং ১৪৪১ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১০. ০৮ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন। মোট সুস্থ ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ। মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।
এদিকে, ব্ল্যাক ফাঙ্গাস রোধে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুন: ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোধে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘ভারতের নতুন ভ্যারিয়েন্টের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসও দেশে চলে এসেছে বলে জানা গেছে। করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধের পাশাপাশি এখন ব্ল্যাক ফাঙ্গাসও আমাদেরকে মোকাবিলা করতে হবে।’
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘এই মুহূর্তে খুব বেশি ভয়ের কারণ নেই। কারণ এখন পর্যন্ত ভাইরাসটি দেশে ছড়িয়ে পড়েনি। আগাম সতর্কতা হিসেবে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানিকে ব্ল্যাক ফাঙ্গাসেরপ্রতিষেধক ওষুধ উৎপাদন বৃদ্ধি করতে বলা হয়েছে এবং একই সাথে এই রোগের উপযুক্ত চিকিৎসায় করণীয় কি হবে সে ব্যাপারেও সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।’
বিশ্ব পরিস্থিতি
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। ইতোমধ্যেই বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৭১ লাখ ১৭ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৪ লাখ ৬৯ হাজার ৬৪০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৪১ হাজার ১৫৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯০ হাজার ৫১৬ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৩৪ লাখ ৬৯ হাজার ছাড়াল
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৮৫৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৫৬ জন।
৩ বছর আগে