খুলনাঞ্চল
তীব্র শীতে বিপর্যস্ত খুলনাঞ্চলের জনজীবন
তীব্র শীতে খুলনাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠাণ্ডা আর ঘন কুয়াশাতে আচ্ছন্ন এ অঞ্চল। সূর্যও বেশ দেরিতে দেখা দিচ্ছে। দেখা দিলেও যেন কোনো তেজ নেই। এতে মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) হঠাৎ করে রাতের তীব্র শীত মানুষের জন্য চরম ভোগান্তি নিয়ে আসে। কেননা, এর আগে এ বছর এতো মাত্রার শীত পড়েনি এ অঞ্চলে। এই শীতে অনেকটাই বিপর্যস্ত জনজীবন, বেশি ভুগছে বয়স্ক ও শিশুরা।
প্রচণ্ড ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষ নাকাল হয়ে পড়েছেন। কুয়াশার চাদর ভেদ করে দেরিতে সূর্য দেখা দিলেও কমছে না শীতের প্রকোপ। শীতবস্ত্রের অভাবে শীত থেকে মুক্তি পেতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।
আরও পড়ুন: ঠান্ডা-শীতে কাবু চাঁদপুর, বিপাকে খেটে খাওয়া মানুষ
এদিকে উষ্ণতার জন্য গরম কাপড়ের কদর বেড়েছে। ভিড় দেখা গেছে শীতবস্ত্রের দোকানগুলোয়। বিভিন্ন বয়সের মানুষের শীতজনিত নানা রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে হাসপাতালগুলোয় অসুস্থ রোগীর ভিড় বাড়ছে।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনায় আজকের তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরও বলেন, ‘এ রকম তাপমাত্রা আরও ২ থেকে ৩ দিন থাকবে। ১৫ জানুয়ারির পর তাপমাত্রা একটু বাড়বে। তবে ২০ জানুয়ারি পর আবার তাপমাত্রা কমবে।’
উল্লেখ্য, আজ খুলনা বিভাগের চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: গোয়ালন্দে জেঁকে বসছে শীত, দুর্ভোগে পদ্মা পাড়ের মানুষ
১১ মাস আগে
ভয়াবহ এইডসের ঝুঁকিতে খুলনাঞ্চল
খুলনা বিভাগে এইচআইভি এইডস রোগীর সংখ্যা বাড়ছে। বিভাগের মধ্যে এইডসের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে খুলনাঞ্চল।
জানা যায়, গত ৬ মাসে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অ্যান্টি রেক্ট্রোভাইরাল থেরাপী (এআরটি) সেন্টারে ৪২ জনের নমুনায় এইডসের জীবাণু শানক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে খুলনা জেলায়। একই সময়ে এই জীবাণু বহনকারী রোগে মৃত্যু হয়েছে ১৫ জনের।
এছাড়া চলতি বছরে বিভিন্ন জেলা থেকে খুমেক হাসপাতালে এআরটি সেন্টারে ৪৩ জন নতুন এইডস রোগী রেফার করা হয়। সে হিসেবে গত ছয় মাসে খুলনা বিভাগে এইডসের জীবাণুবাহী নতুন রোগী চিহ্নিত করা হয়েছে ৮৫ জন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সমুদ্র ও স্থল সীমান্ত অতিক্রম করে প্রবেশকারীদের রক্ত পরীক্ষা না করা, নিষিদ্ধ পল্লী ও ভাসমান যৌনকর্মীদের নিয়মিত রক্ত পরীক্ষার ব্যবস্থা না থাকা,যৌন সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারে অনীহার কারণে এ পরিস্থিতি জটিল রূপ নিচ্ছে।
খুমেক হাসপাতালের এআরটি সেন্টারের তথ্যমতে, গত ৬ মাসে (২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত) ৪৬০ জনকে এইডস পরীক্ষা করে নতুন করে ৪৫ জনের এইডস শনাক্ত করা হয়। এর মধ্যে পুরুষ ২৭ জন এবং ১৫ জন নারী রয়েছে।
আরও পড়ুন: খুলনা বিভাগে এক বছরে ৫৬ জন নতুন এইডস রোগী!
শনাক্তের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ বেশি। এই জেলায় শনাক্ত হয় ১৯ জনের। এছাড়া বাগেরহাটে ১০ জন,যশোরে ৬ জন, নড়াইলে ৩ জন এবং বরগুনা, গোপালগঞ্জ, ঝিনাইদহ ও সাতক্ষীরায় ১ জন করে এইডস শনাক্ত হয়েছে।
একই সময়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে পুরুষের মৃত্যু হয় ৮ জনের। মৃতদের মধ্যে যশোরের ৬ জন, খুলনায় ৩ জন, নড়াইল ও সাতক্ষীরায় ২ জন করে এবং বাগেরহাট ও মেহেরপুরে ১ জন করে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
খুমেক এআরটি সূত্রমতে, ২০২২ সালে নভেম্বর মাসে ৭২ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে নতুন করে এইডস পজিটিভ পাওয়া যায় ২ জন। একই সময়ে মৃত্যু হয় ৩ জনের। এছাড়া ডিসেম্বর মাসে ৭৭ জনের পরীক্ষার মধ্যে পজিটিভ ৫ জন, ২০২৩ সালের জানুয়ারিতে ৯১ জন নমুনা পরীক্ষার মধ্যে ২ জন পজিটিভ পাওয়া যায়, একই সময়ে মৃত্যু হয় ৩ জনের, ফেব্রুয়ারিতে ৮৪ জনের মধ্যে ১১ জন পজিটিভ এবং ৫ জনের মৃত্যু, মার্চে ৭২ জনের মধ্যে ১৪ জন পজিটিভ এবং মৃত্যু হয়েছিলো ২ জনের এবং এপ্রিলে ৬৪ জনের নমুনা পরীক্ষায় এইডস পজিটিভ পাওয়া যায় ৮ জনের। এ সময়ে মৃত্যু হয়েছিলো ২ জনের।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, খুমেক এআরটি সেন্টার থেকে বিনামূল্যে এইডস রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই রোগীদের ওষুধে কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, এইডস বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জ্ঞান কম থাকার কারণে মানুষ এ বিষয়ে সচেতন নয়। যার ফলে তারা এই ভয়াবহ ব্যাধি অসেচতন আচরণ করছে।
তিনি এ বিষয়ে সকলকে সচেতন হতে আহ্বান জানান।
তিনি বলেন, একমাত্র সচেতনতার মাধ্যমেই এইডসকে প্রতিরোধ করা সম্ভব।
খুমেক হাসপাতালের মেডিকেল অফিসার ( মেডিসিন) ও এআরটি সেন্টারের ফোকাল পার্সন ডা. দীপ কুমার দাশ বলেন, শুধুমাত্র অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য এইডস আক্রান্ত হয় বিষয়টি তেমন নয়। আক্রান্ত ব্যক্তির রক্ত নিলেও এইডসে আক্রান্ত হয়। তাই আক্রান্তের প্রতি অবজ্ঞা নয়, ভালবাসার দৃষ্টিতে দেখা উচিৎ।
সীমান্তবর্তী জেলা হওয়ায় খুলনা অঞ্চলে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।
খুমেক হাসপাতালের এআরটি সেন্টারের কাউন্সিলর কাম অ্যাডমিনিস্ট্রেটর দিবেশ ওঝা বলেন, গত ৬ মাসে তাদের এ সেন্টার থেকে ৪৬০ জনের রক্ত পরীক্ষা করে ৪২ জন শরীরে এইডস পজিটিভ পাওয়া যায়। একই সময়ে বিভিন্ন জেলা থেকে এ সেন্টারে এইডস পজিটিভ ৪৩ জনকে রেফার করা হয়। সে হিসেবে খুলনা বিভাগে ছয় মাসে রোগী শনাক্ত হয়েছে ৮৫ জনের। এ পর্যন্ত এআরটি সেন্টারে আইডিভুক্ত এইডস রোগীর সংখ্যা ৫৭৫ জন। এর মধ্যে নিয়মিত ওষুধ সেবন করছেন ৪৪০ জন।
উল্লেখ্য, খুমেক হাসপাতালের সেন্টারে (২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত) ৯২৩ জনকে এইডস পরীক্ষা করে তিন শিশুসহ ৬৫ জনের এইডস শনাক্ত করা হয়। শনাক্তের মধ্যে পুরুষ ৩৩ জন ও মহিলা রয়েছে ৩২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৮ জনের।
এর আগে ২০২১ সালে ৯২৩ জনকে এইডস পরীক্ষা করে শনাক্ত হয়েছিলো ২৮ জন, ২০২০ সালে ৮২০ জনের পরীক্ষার মাধ্যমে এইডস শনাক্ত হয় ৩২ জন এবং ২০১৯ সালে ৫৩৫ জনের মধ্যে এইডস শনাক্ত হয়েছিলো ৪২ জনের।
আরও পড়ুন: সিলেটে বাড়ছে এইডস রোগীর সংখ্যা
১ বছর আগে
খুলনাঞ্চলের লবণাক্ত জমিতে সূর্যমুখীর হাসি
খুলনা জেলার ডুমুরিয়ায় লবণাক্ত পতিত জমিতে সূর্যমুখী ফুলের চাষে সফলতা এসেছে। স্বল্প খরচে বাম্পার ফলনে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা।
উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় হচ্ছে সূর্যমুখীর চাষ। সবুজ গাছের ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে সূর্যমুখীর হাসি।
চলতি মৌসুমে সূর্যমুখী চাষ করে বেশি লাভের স্বপ্ন বুনছেন কৃষকরা। তাছাড়া সূর্যমুখী ফুলের অপরূপ এ দৃশ্য দেখতে ছেলেমেয়েরা ছুটছেন উপজেলার বিভিন্ন জমিতে।
আরও পড়ুন: মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখীর হাসি
এদিকে ডুমুরিয়ার লবণাক্ত জমিতে হাইব্রিড জাতের সূর্যমুখীর চাষ করা হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত এলাকা পরিদর্শন করে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন বলে জানান কৃষকরা।
এছাড়া সূর্যমুখী চাষে সফলতা দেখে অন্য কৃষকরাও চাষে আগ্রহ দেখাচ্ছন।
কালিকাপুর গ্রামের সূর্যমুখী চাষী সাইফুল ইসলাম মোড়ল জানান, কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন। অল্প সময় ও কম পরিশ্রমে ফলন ও দাম ভালো পাওয়ার আশা তার।
তিনি আরও জানান, প্রতি বছর ৩৩ শতক জমিতে এ ফুল চাষ করেন। কৃষি অফিস বীজের পাশাপাশি সার কীটনাশকও সরবরাহ করে।
চাষি মোহাম্মদ জানান, তিন বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেন। পাঁচ থেকে ছয় বছর ধরে লবণাক্ত এ জমি পড়ে থাকতো। আমন ধান ছাড়া আর কোনো ফসল এখানে হতো না।
কৃষি অফিস থেকে সূর্যমুখী ফুল চাষের পরামর্শ দেয়। তারাই জমির চাষাবাদের সার ও বীজ দিয়েছে।
এছাড়া সব সময় সহযোগিতা করেছে। যে কারণে বাম্পার ফলন হয়েছে। জমিতে ফলন ভালো দেখে এখন আশপাশের অনেক কৃষকই সূর্যমুখী চাষে আগ্রহ দেখাচ্ছেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন জানান, সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হয়।
চলতি মৌসুমে ডুমুরিয়া উপজেলায় ৩৩৮ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। আগামীতে এর চেয়ে আরও বেশি চাষ হওয়ার সম্ভবনা রয়েছে।
তিনি বলেন, আমন মৌসুমে ধান লাগানোর পর জমিগুলো পড়ে থাকতো। সেসব জমিতে কৃষি প্রণোদনার সহযোগিতায় সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে, ফলনও ভালো হয়েছে।
এ চাষে ভালো ফলন দেখে এলাকার অন্য কৃষকদের মধ্যে সূর্যমুখী ফুলের চাষে আগ্রহ দেখা দিয়েছে। এতে অনাবাদি জমির পরিমাণ কমার পাশাপাশি পূরণ হবে স্থানীয় সূর্যমুখী তেলের চাহিদা।
আরও পড়ুন: সূর্যমুখীর হাসিতে স্বপ্ন দেখছেন খুলনার কৃষকরা
অনাবাদি জমিতে সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক
১ বছর আগে
খুলনাঞ্চলে দফায় দফায় বাড়ছে গো-খাদ্যের দাম
খুলনাঞ্চলে দফায় দফায় গো-খাদ্যের দাম বাড়ার কারণে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। খাদ্যের এ দাম না কমলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের।
আসাদুজ্জামান মঈন কাঠ ফাটা রোদ্রে শহীদ শেখ আবু নাসের হাসপাতালের খেলার মাঠ থেকে ঘাস সংগ্রহ করছেন গরুর খাবারের জন্য। গরমে ঘাম ঝরছে শরীর থেকে, তারপরও ঘাস কাটছেন আর কিছুক্ষণ পর পর কপাল মুছে ঘাম সরিয়ে ফেলছেন।
কথা বলতেই তিনি বললেন, ভাই গো-খাদ্যের দাম বাড়ছে, প্রতি সপ্তাহে বাজারে গেলে শোনা যায় দাম বাড়ছে। এখন আর আগের মতো ফাঁকা মাঠে, বিলে লম্বা ঘাস পাওয়া যায় না।
আরও পড়ুন: গরু কিনে ‘ডিজিটাল পশুর হাট’ উদ্বোধন করলেন স্থানীয় সরকারমন্ত্রী
চট্টগ্রামে এবার গরু ফ্যাশন শো!
তিনি আরও বলেন, গো-খাদ্যের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। যে কারণে বিকল্প খাদ্য হিসেবে ঘাসের সন্ধানে নেমেছি। ঘাস কাটার সময়ে শরীরে প্রচণ্ড গরম অনুভূত হয়।
আগের মতো এখন ঘাস দেখা যায় না। এই জায়গায় কিছু ঘাস আছে, তবে ছোট ছোট ঘাস যতটুকু পারি গরুর পেটে একটু খাবার যোগান দিতে পারব।
এছাড়া এখন বাজারে ৩৭ কেজির দেশি গমের ভুসি বস্তাপ্রতি এক হাজার ৯০০ থেকে এক হাজার ৯৫০ টাকা, ৫০ কেজির ধানের গুড়া বস্তাপ্রতি ৮৫০ থেকে ৯০০ টাকা, ৩৭ কেজির সরিষার খৈল বস্তাপ্রতি এক হাজার ৪৫০ থেকে এক হাজার ৫০০ টাকা, ২৫ কেজির দানাদার ফিড বস্তাপ্রতি এক হাজার ৩৮০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া সয়াবিন খৈলের এক কেজির দাম ৮৫ টাকা, পাশপাশি বিছালি এক মুঠি দাম আট টাকা পরিবহন খরচ বাদে।
খামারি মো. রিয়াদ হোসেন বলেন, আমাদের আগে পাঁচটি গরু ছিল, এখন মাত্র তিনটি গরু আছে। দুটি গরু আসন্ন কুরবানি ঈদে বিক্রি করব। তারপর আর মনে হয় গরুর খামারের ব্যবসা করা হবে না। একটি বড় জাতের সবল পুরুষ গরু প্রতিদিন ২০০ টাকার খাবার খায়।
তিনি আরও বলেন যে নিজেদের পরিশ্রম করাসহ অন্যান্য খরচ মিলিয়ে এখন খামারিরা খুবই লোকসানে আছে। যেসব খামারিদের দীর্ঘদিন যাবৎ গরুর খামার ছিল, তারাও এখন এই খামারি ব্যবসা ছেড়ে দেওয়ার মতো পর্যায়ে চলে এসেছে।
দুধের ও মাংসের দাম বাড়লেও খামারিরা খুব একটা লাভজনক অবস্থানে নেই। এভাবে চলতে থাকলে, সপ্তাহে সপ্তাহে দাম বাড়লে দেশীয় গরুর খামার এক সময় হারিয়ে যেতে পারে।
এখন আগের মতো গরু চড়ানোর বড় মাঠ আর ঘাস নেই। সব খাবার ক্রয় করে গরুর সামনে দিতে হয়।
এ ব্যাপারে খুলনা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মকর্তা ডা. অরুণ কান্তি মন্ডল বলেন, গো-খাদ্যের দাম বেড়েই চলেছে। এখানে সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। মূলত কিছু অসাধু ব্যবসায়ী এসব কারসাজি করছে। আর বিপদে পড়ছে গরিব খামারিরা।
তিনি আরও বলেন, আমার জানা মতে ভুট্টার দাম কিছু বেড়েছে, সেই সঙ্গে সয়াবিনের খৈলেরও। আমরা সরকারিভাবে প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের আর্থিক সহযোগিতা দিয়েছি। বর্তমানে এক ধরনের ঘাস আছে যার নাম পাংচুন ঘাস। এই ঘাস দুই থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয়। এক শতাংশ জমিতে বছরে প্রায় দুই হাজার কেজি ঘাস জন্ম হয়। এই ঘাস গরুদের খাওয়ানোর অভ্যাস করতে হবে। এখন এই ঘাস আড়ংঘাটা শাহাপুর এলাকায় দেখা যায়। আমার পরামর্শ, এই ঘাস চাষ করলে খামারিরা বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে। তাতে খরচ অনেক কমাতে পারবে।
আরও পড়ুন: ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে আলিঙ্গন করার আবেদন প্রত্যাহার করল ভারত
মেঘনায় গরুবাহী ট্রলারে ডাকাতি, ৩০ লাখ টাকা লুট!
১ বছর আগে
ঘূর্ণিঝড় ‘ইয়াস’: খুলনাঞ্চলের নদ-নদীতে বেড়েছে জোয়ারের পানি
শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনাঞ্চলের নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।
সোমবার রাত থেকেই এখানে শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে ঝড়ো বাতাসও বইছে, এ কারণে উপকূলের উপজেলা কয়রা, দাকোপ, বটিয়াঘাটা ও পাইকগাছায় জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। এ ছাড়া বাতাসের সঙ্গে সঙ্গে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে বেড়িবাঁধ এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুন্দরবনের আশপাশের নদনদী সহ শিবসা, কপোতাক্ষ, রূপসা নদীর পানি স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানির চাপে খুলনাসহ উপকূলের বিভিন্ন এলাকার বেশকিছু বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে।
আরও পড়ুন: 'ইয়াস' মোকাবিলায় জনপ্রতিনিধিদের প্রস্তুত থাকার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর
মঙ্গলবার দুপুর ২টার দিকে খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ ইউএনবিকে বলেন, বঙ্গেপসাগরে থাকা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। স্থানীয় নদ-নদীর জোয়ারের পানি২-৪ফুট বৃদ্ধি পেয়েছে ।
তিনি বলেন, মোংলা সমুদ্র বন্দরকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
৩ বছর আগে