শিক্ষামন্ত্রী ড. দীপু মনি
কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন: শিক্ষামন্ত্রী
কওমি মাদ্রাসাসহ দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেছেন, ‘কওমি মাদ্রাসাগুলোকে একটি বোর্ডের অধীনে এনে নিয়ন্ত্রণ করতে হবে। কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা করা এবং সেগুলোকে সরকারের নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা অপরিহার্য।’
আরও পড়ুন: শিক্ষার্থীরা পরিচয়পত্র ব্যবহার করেই টিকা নিতে পারবে: শিক্ষামন্ত্রী
রবিবার সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ (ঢাকা-১১) এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ লক্ষ্যে বিদ্যমান ছয়টি পৃথকভাবে পরিচালিত বোর্ডের সমন্বয়ে একটি নীতিমালা প্রণয়ন এবং একটি একক কওমি শিক্ষা বোর্ড গঠনের বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে।’
আরও পড়ুন: শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর
দীপু মনি আরও বলেন, ‘সারা দেশে এখন ১৯ হাজার ১৯৯টি কওমি মাদ্রাসা রয়েছে।’
২ বছর আগে
করোনা: দেশে ২ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে মৃত্যু ও শনাক্ত কমেছে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। যা গত ৬৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৮ মার্চ করোনায় ১৬ জন মারা গিয়েছিল।
এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৪৫৮ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে।
আরও পড়নু: বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ কোটি ৭১ লাখ ছাড়াল
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানায়, ২৪ ঘণ্টায় ৪০ জন মারা গেছেন এবং ১ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৯.১১ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬ জন। মোট সুস্থ ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪৬ শতাংশ। মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।
এদিকে, আগামী জুন মাসের ১৩ তারিখ থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতির যদি অবনতি না হয়, সেক্ষেত্রে প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার কার্যক্রম শুরু করবে সরকার।
আরও পড়ুন: করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভারতের, অবনতি চলমান
বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এ তথ্য জানিয়ে বলেন, ‘অবস্থার উন্নতি হলে সরকার ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম শুরু করবে। আমরা আশা করছি, এই সময়ের মধ্যে করোন পরিস্থিতির উন্নতি হবে।’
বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী জানান, ইউনিভার্সিটি গ্যান্টস্ কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
৩ বছর আগে