অপারেশন
কোটি টাকার অপারেশন দেশে বিনামূল্যে হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, যে অপারেশন করতে দেশের বাইরে গেলে লাগত এক কোটি টাকা, বাংলাদেশে সেটি করা হয়েছে বিনামূল্যে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের দশম তলায় নাভা ও নোভা নামের দুই শিশুর জোড়া মাথার সফল অস্ত্রোপচার শেষে মন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: ভয়ভীতি মুক্ত ও নিরপেক্ষ থেকে মানুষের সেবায় কাজ করে যাব: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে প্রচুর শিক্ষার্থী প্রতি বছর মেডিকেলের পড়ালেখা শেষ করে চিকিৎসক হচ্ছেন। আমাদের চিকিৎসকরা যেমন মেধাবী তেমন দক্ষ।’
তিনি আরও বলেন, ‘সুযোগ-সুবিধা বাড়াতে হবে এবং তাদের দায়িত্ব অনুযায়ী ভরসা দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে। তাহলে বাংলাদেশ থেকে কোনো রোগীকে আর আগামীতে বিদেশ যেতে হবে না।’
মন্ত্রী বলেন, ‘কিছুদিন আগেই আমরা ভুটানের ক্যান্সার আক্রান্ত এমন এক মেয়েকে চিকিৎসা দিয়ে ভালো করেছি। যার চিকিৎসা ভারত ও ব্যাংককেও সম্ভব হয়নি। কাজেই বাংলাদেশ পারে না এমন কোনো কাজ নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশেই এখন সব রোগের চিকিৎসা সুবিধা আছে। আজ বিএসএমএমইউতে নাভা ও নোভা নামের দুটি শিশুর জোড়া মাথা আলাদা করার অপারেশন সাকসেসফুল (সফল) হলো। এটি সাধারণ কোনো কাজ নয়।’
আরও পড়ুন: চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী ব্রিটিশ সরকার: স্বাস্থ্যমন্ত্রী
মন্ত্রী আরও বলেন, এখানে আমাদের অভিজ্ঞ বড় একটি চিকিৎসক টিম একটানা ১৩ ঘণ্টার বেশি সময় অপারেশন করে এই অসাধ্য সাধন করেছেন। এই অপারেশন ভারত বা বাইরের দেশে করতে গেলে প্রায় এক কোটি টাকা খরচ হতো।
বাংলাদেশে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধে ফান্ডিং বৃদ্ধি করার বিষয়ে গ্লোবাল ফান্ড প্রতিনিধিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা তুলনামূলক কম হলেও যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে অনেক কাজ করার রয়েছে।
এগুলোর পাশাপাশি দেশব্যাপী বার্ন বা পোড়া অনেক রোগীর নানাবিধ চিকিৎসা বেশ ব্যয়বহুল হওয়ায় যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলের সঙ্গে স্বাস্থ্যখাতের অন্যান্য সেবাখাতে অর্থায়ন বাড়ালে এসব রোগ বাংলাদেশ থেকে ২০৩০ সালের মধ্যেই যেমন নির্মূল করা সম্ভব হবে, একইসঙ্গে অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রমের মানও বেড়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন- বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, নাভা-নোভার মাসহ অন্যান্য সিনিয়র চিকিৎসকরা।
আরও পড়ুন: বাঙালির ঐতিহ্য-সংস্কৃতি নষ্ট করার ষড়যন্ত্র সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
৯ মাস আগে
পল্লী চিৎকিসকের সনদ নিয়ে অপারেশন, কথিত চিকিৎসকের কারাদণ্ড
বাগেরহাটে মো. দেলোয়ার হোসেন নামের এক কথিত চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পল্লী চিৎকিসকের সনদ নিয়ে নিয়মবর্হির্ভূতভাবে পাইলস ও পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশন করার অপরাধে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
আরও পড়ুন: ফতুল্লায় শিশু হত্যায় মায়ের আমৃত্যু কারাদণ্ড, প্রেমিকের মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রোহান সরকার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।
সেই সঙ্গে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় মো. দেলোয়ার হোসেনকে।
এসময়, বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক রোহান সরকার বলেন, পল্লী চিকিৎকের সনদ নিয়ে দেলোয়ার হোসেন নামের এই ব্যাক্তি বেশ কয়েক বছর ধরে বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ উপজেলায় চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এর আগেও অভিযান চালিয়ে তাকে জেল-জরিমানা করা হয়েছিলো, কিন্তু তিনি জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় তার অপচিকিৎসা চালিয়ে যেতে থাকে।
তিনি আরও বলেন, তিনি একজন পল্লী চিকিৎসক। ওই সনদ দিয়ে তিনি পাইলস, অর্শ, ভগন্দার, গেজ ও নাকের পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশনে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার পরিচয় দিয়ে থাকেন এবং অপারেশন করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ৩ বালু উত্তোলনকারীর কারাদণ্ড
ফেনীতে মাদক মামলায় পুলিশ-আইনজীবীসহ ১৩ জনের কারাদণ্ড
১ বছর আগে
ময়মনসিংহে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ
ময়মনসিংহে পৌর শহরে পিত্তথলির পাথর অপারেশনের সময় ভুল চিকিৎসায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনদের প্রতিবাদের মুখে পালিয়ে গেছে ক্লিনিকের মালিক ও কর্মচারীরা।
নিহত রেখা আক্তার (২৯) ত্রিশালের আনিয়া ভাঙ্গুরী গ্রামের মাহাবুব রহমানের স্ত্রী।
আরও পড়ুন: রাজশাহীতে নৌকা উল্টে দুই নারীর মৃত্যু
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পিত্তথলির পাথর অপারেশনের জন্য ১৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা রেখা আক্তারকে ভর্তি করা হয় নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বেসরকারি পেশেন্ট কেয়ার ক্লিনিকে। বৃহস্পতিবার রাত ১টার দিকে পিত্তথলির পাথর অপারেশন করার সময় রোগীর মৃত্যু ঘটে। তখন ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্সে করে নগরী থেকে ১২ কিলোমিটার দূরে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নিয়ে গেলে ওই হাসপাতালের চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করেন। পরে রোগীর স্বজনরা লাশ নিয়ে পেশেন্ট কেয়ার ক্লিনিকে এসে প্রতিবাদ জানায়।
হাসপাতালের সামনে স্বজনদের প্রতিবাদের মুখে ক্লিনিকে তালা দিয়ে পালিয়ে গেছে ক্লিনিকের মালিক-কর্মচারী।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ১৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীর পিত্তথলির পাথর অপারেশন করা গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকেই ক্লিনিকে তালা দিয়ে পালিয়ে গেছে ক্লিনিকের মালিক-কর্মচারী।
তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নড়াইলে বাসচাপায় নারীর মৃত্যু
১ বছর আগে
অপারেশন টেবিলে শিশুকে মারধর, তদন্ত কমিটি গঠন
বরিশালে ক্ষতস্থান সেলাই করার সময় ব্যথা পেয়ে নড়াচড়া ও কান্নাকাটি করায় অপারেশন টেবিলে শিশুকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে।
শুক্রবার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মারধরকারী সিনিয়র স্টাফ নার্সের নাম সুমন।
মারধরের শিকার শিশুর স্বজনরা শনিবার (৮ অক্টোবর) থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।
আরও পড়ুন: গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতের তৈরি সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ সরকার তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছেন।
তিনি বলেন, লিখিত বা মৌখিক কোন অভিযোগ এখনও পাইনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেনেছি এমন একটি অভিযোগ। এজন্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে ওই নার্সের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা শিশুটির মামী সাবেরা খাতুন বলেন, লামিয়া এতিম। ও আমার বাসায় থাকে। শুক্রবার দুপুরে বাড়িতে বসে টিনে ওর হাত কেটে যায়।
২ বছর আগে
হৃদরোগে আক্রান্ত ৯২ শিশুকে বিনামূল্যে চিকিৎসা দিল কাতার চ্যারিটি
জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ৯২ গরীর ও অসহায় শিশুর বিনামূল্যে অপারেশন হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।
আর্ন্তজাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটির অর্থায়নে গত ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী মেডিকেল ক্যাম্পে শিশুদের এই ব্যয়বহুল অপারেশন হয়। কাতার থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই মেডিকেল ক্যাম্পে অংশ নেয়।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিওলোজি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল্লাহ শাহরিয়ার জানান, ‘ব্যয়বহুল এই চিকিৎসার পুরোপুরি অর্থায়ন করেছে কাতার চ্যারিটি। ৯২ শিশুকে হৃৎপিনণ্ডে ছিদ্রজনিত কারণে প্রয়োজনীয় ডিভাইস দিয়ে চিকিৎসা করা হয়েছে।’
আরও পড়ুন:তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে করণীয়
তিনি বলেন, ‘এসব শিশুরা খুবই দরিদ্র পরিবারের। ব্যয়বহুল এই চিকিৎসা বহন করার কোন সামর্থ্যই তাদের পরিবারের ছিল না। কাতার চ্যারিটি দরিদ্র এই পরিবারগুলোর সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে।’
কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ড.আমিন হাফিজ ওমর বলেন, ‘জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা কার্যক্রমে বিভিন্ন দেশের প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, টেকনোলোজিস্ট ও অ্যানেসথেটিস্টরা অংশ নিয়েছেন। খুব শিগগিরই এসব শিশু পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং স্বাভাবিক জীবনযাপন করবে।’
প্রতিবছরই এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:উচ্চ রক্তচাপ (হাই প্রেশার) হলে যা এড়িয়ে চলা উচিত: ক্ষতিকর খাবার, পানীয়, অভ্যাস
ডায়রিয়া বা উদরাময়: কারণ, লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকারের উপায়
২ বছর আগে
গায়ক হায়দার হোসেনের অপারেশন সফলভাবে সম্পন্ন
হৃদরোগে আক্রান্ত বিশিষ্ট গায়ক-গীতিকার ও মুক্তিযোদ্ধা হায়দার হোসেনের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
সংগীতশিল্পীর জামাতা সালমান ফারুক খান নিশ্চিত করেন যে শিল্পীর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি এখন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশ্রাম নিচ্ছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তার হার্ট অ্যাটাক হয় বলে চিকিৎসকদের ধারণা।
আরও পড়ুন: আন্তর্জাতিক মুক্তির দিন ঢাকা প্রেক্ষাগৃহে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’
২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি প্রথম হার্ট অ্যাটাক করেছিলেন এবং সেই সময়ে তার হার্টে দুটি রিং স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই গায়ক ডায়াবেটিসে ভুগছেন।
একজন সঙ্গীতশিল্পী ও গীতিকার হিসেবে, তিনি কিংবদন্তি গায়ক আজম খান এবং উইনিং ও ডিফারেন্ট টাচের মতো বিখ্যাত সঙ্গীত ব্যান্ডের সঙ্গে পারফর্ম করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন।
তার গাওয়া ৩০ বছর পরেও স্বাধীনতাটাকে খুঁজছি,ফাঁইস্যা গেছি, না বলা কথা, প্রত্যাশা, খোলা আকাশ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আরও পড়ুন: বলিউড গায়ক কে কে’র চির বিদায়
২ বছর আগে
কুড়িগ্রামে জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম
কুড়িগ্রামে নাসরিন বেগম (২৫) নামের এক মা জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (২১ মার্চ) রাতে কুড়িগ্রাম শহরের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে ওই জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়।
নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠাল বাড়ী ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার স্ত্রী। রানা মিয়া একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার হিসেবে কাজ করছেন।
ক্লিনিক সূত্রে জানা গেছে, নাসরিন বেগমকে সোমবার ক্লিনিকে ভর্তি করানো হয়। রাত ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হয়। মা ও শিশুরা এখন পর্যন্ত সুস্থ আছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে।
এবিষয় কন্যা শিশুদের বাবা কোন মন্তব্য করতে রাজি হননি।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ জানান, বাংলাদেশে ২-৩টি জোড়া লাগানো শিশুর অপারেশন হয়েছে। তার মধ্যে একটি শিশুর অপারেশন সাকসেসফুল হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজিতে নিলেই সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা এ বিষয়ে ভালো বলতে পারবেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে কলেজ শিক্ষকের আত্মহত্যা!
২ বছর আগে
ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত আরও ১২৭
দেশে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১২৭ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ৯৫ জন ঢাকায় এবং বাকি ৩২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬৯২ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৫৫২ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার ৬৪৫ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৩ হাজার ৮৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন।
আরও পড়ুন: পরিবহন ধর্মঘটের তৃতীয় দিন: দুর্ভোগে যাত্রীরা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: সারাদেশে শুক্রবার থেকে পরিবহন ধর্মঘট
৩ বছর আগে
একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ২৭৮
দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ২৭৮ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২৫৭ জন ঢাকায় এবং বাকি ২১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
আরও পড়ুনঃ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু নিয়ে শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে এক হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ১১৯ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় সাত হাজার ৭৫০ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ছয় হাজার ৫০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুনঃ ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত কর্মকর্তারা মাঠে থাকবে: মেয়র আতিক
এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৩৫ টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।
৩ বছর আগে
ডেঙ্গু আক্রান্ত আরও ৩০৬
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২৭৩ জন ঢাকায় এবং বাকি ৩৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
আরও পড়ুনঃ ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত কর্মকর্তারা মাঠে থাকবে: মেয়র আতিক
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ১১০ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু নিয়ে শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ছয় হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচ হাজার ৭৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৩০ টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।
৩ বছর আগে