দুই দফা ভূমিকম্প
তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
সিলেট, ২৯ মে (ইউএনবি)- সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সিলেট আবহাওয়া অফিস তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি।
শনিবার সকাল ১০টা ৩৭, ১০টা ৫১ ও ১১টা ৩০ মিনিটে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে সিলেটের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
নগরীর লালবাজারের বাসিন্দা কামরুল ইসলাম জানান, হঠাৎ করে ভূমিকম্পের কারণে তার বাসার ৯ তলা ভবনটি কেপে উঠে। এসময় নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ ছুটাছুটি শুরু করেন। ভূমিকম্পের তীব্রতা খুবই কম ছিল বলে তিনি জানান।
৩ বছর আগে