ইলুমিনেটিং ইয়েলো
রিয়েলমি ৮ প্রো: সেরা স্মার্টফোন ফিচারে ইলুমিনেটিং ইয়েলো
তারুণ্যের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতীক উজ্জ্বল হলুদ ভ্যারিয়েন্টে এলো রিয়েলমি ৮ প্রো। গত ২৫ মে অনলাইনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দেশের বাজারে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ট্রেন্ডি এই হ্যান্ডসেটটি কিনতে আপনার খরচ পড়বে ২৭,৯৯০ টাকা। অনবদ্য ডিজাইন এবং ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা বিশিষ্ট এই স্মার্টফোনটি ইতোমধ্যেই সবার নজর কেঁড়েছে। চলুন, রিয়েলমির এই নতুন সংস্করণটির ফিচারগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নিই।
রিয়েলমি ৮ প্রো ইলুমিনেটি ইয়েলোর ফিচারসমূহ
ডিজাইন
ইলুমিনেটি ইয়েলোতে ক্যামেরা এবং "ডেয়ার টু লিপ" স্লোগানকে ঘিরে রেখেছে বিশেষ ফ্লুরোসেন্ট উপাদান। এই ইনফিনিট বোল্ড ডিজাইনের কারণে এর বড় লোগো হাজার ভিড়ের মধ্যে দৃষ্টিগোচর হয়ে ওঠে। এমনিক, রাতেও উজ্জ্বল আভা ছড়ায়। আর ৮.১ মিলিমিটার পুরুত্ব ও ১৭৬ গ্রাম ওজনের পাশাপাশি অ্যান্টি-গ্লেয়ার ক্রিস্টাল প্রক্রিয়া সেলফোনটিকে আপনার মুঠোর সাহায্যে নাড়াচাড়া করতে বাড়তি স্বাচ্ছন্দ্য দিবে।
ফোনের বাম দিকে একটি এসডি কার্ড এবং ২ টি সিম কার্ডের জন্য ট্রে রয়েছে। ডানদিকে একটি ছোট পাওয়ার বাটন রয়েছে, যা লক বোতাম হিসাবেও কাজ করে। ফোনের শীর্ষে একটি নয়েজ ফিল্টার ক্ষমতা বিশিষ্ট মাইক্রোফোন অবস্থিত। আর নীচে একটি ৩.৫ মিমি অডিও জ্যাকের পাশাপাশি আরো একটি মাইক্রোফোন এবং ইউএসবি সি-পোর্ট রয়েছে।
ডিসপ্লে
রিয়েলমি ৮ প্রো তে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি (১০৮০পিক্সেল x ২৪০০পিক্সেল) ২০ঃ৯ অনুপাত সহ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। রিফ্রেশ রেট ৬০ হার্জ। ডিসপ্লেটির সঠিক সুরক্ষার জন্য টেম্পার্ড গ্লাসের প্রয়োজন।
আরও পড়ুন: বাংলাদেশে সাইবার বুলিংয়ের শিকার হলে কি করবেন?
ক্যামেরা
এই সংস্করণটির ফিচারগুলোর মধ্যে মুলত এর ক্যামেরার জন্য অধিক সমাদৃত হয়েছে। ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে আছে একটি ইমেজ প্রোসেসিং সেন্সর যা ত্রিমাত্রিক চিত্র গঠন করতে পারে। এটি যেকোনো মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য একটি অবিশ্বাস্য ব্যাপার। পাশাপাশি, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল সাদাকালো পোর্ট্রেইট লেন্সের সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড- এঙ্গেল লেন্সের সমন্বয়টি অতুলনীয়।
এছাড়া আছে ১/১.৫২ ইঞ্চি অতিরিক্ত বড় সেন্সর এবং ১২০০০X৯০০০ রেজুলেশান। এতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের আইসোকেল এইচএম-২, যা নাইন-ইন-ওয়ান পিক্সেল বাইনিং প্রযুক্তি ব্যবহার করে ইমেজের নয়েজ ফিল্টার করে এবং তিনগুণ লসলেস জুম অফার করে।
ভিডিওগ্রাফির জন্য আছে টিল্ট-শিফ্ট-টাইম-ল্যাপ্স মুড, ডায়নামিক বুকেহ মুড, এআই পোর্ট্রেইট ও স্টেয়ারি মুডের মত দারুণ সব ফিচার।
আরও পড়ুন: আপনার স্মার্টফোন দিয়ে আয় করার সেরা কিছু উপায়!
হার্ডওয়্যার ও সফ্টওয়্যার
রিয়েলমি ৮ প্রো-এর ইউজার ইন্টারফেস হিসাবে থাকছে রিয়েলমি ইউআই ২.০। তবে এটি অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে আপগ্রেড করা হয়েছে। সফ্টওয়্যারটি যেমন যেকোনো নতুন ব্যবহারকারীদের জন্য সহায়ক, তেমনি অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজযোগ্য। ইন্টারফেসটিতে পাবেন দারুণ কিছু ফিচার যেমন স্কিন থিম, অলওয়েস-অন-ডিসপ্লে থিম, ডার্ক মুড, আইকন ইত্যাদি। দ্রুত ব্যবহারের জন্য এই ইলুমিনেটি ইয়েলো ভ্যারিয়েন্টিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী আটটি কোর বিশিষ্ট কোয়াল্কম স্ন্যাপড্রাগন ৭২০-জি প্রসেসর।
যদিও স্মার্টফোনটি আন্তর্জাতিক বাজারে দুটি ম্যামরি ভ্যারিয়েশান নিয়ে এসেছে, কিন্তু বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত শুধু ১টি মেমোরি ভেরিয়েন্ট থাকছে। সেটি হচ্ছে- আভ্যন্তরীণ ১২৮ জিবি স্টোরেজের সাথে ৮ জিবি র্যাম।
আরও পড়ুন: অপো এফ১৯ এর এআই ফিচারে বদলে যাবে ছবি তোলার অভিজ্ঞতা
ব্যাটারি
ফোনটির পাওয়ার দেয়ার জন্য রয়েছে শক্তিশালী ৪৫০০এমএএইচ ব্যাটারি। এছাড়াও, ৫০ ওয়াট সুপারডার্ট চার্জের ক্ষমতার কারণে এটি পুরোপুরি চার্জ পেতে সময় নেয় ৪৭ মিনিট। তাছাড়া, ব্যাটারি ৫% এর কম থাকলেও আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন। এই ব্যাটারি আপনার গেম খেলা বা পুরো দিন ভারী অ্যাপ্লিকেশন চালানোর জন্য যথেষ্ঠ।
শেষ কথা
একথা বলাই বাহুল্য যে, উপরোক্ত দুর্দান্ত বৈশিষ্ট্যগুলোর কারণে রিয়েলমি ৮ প্রো ইলুমিনেটিং ইয়েলো এর নির্ধারিত মূল্যের ওপর সুবিচার করেছে। সেই সূত্রে, বরাবরের মত রিয়েলমির অন্যান্য মোবাইল ফোনগুলোর মত এটিও রিয়েলমির নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে। বিশ্ব প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিস ২০২১ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশের মোবাইল ব্যান্ডগুলোর মধ্যে রিয়েলমিকে শীর্ষ তিন-এ রেখেছে।
আরও পড়ুন: ফাইভজি সামিট আয়োজন করবে রিয়েলমি
৩ বছর আগে