পিরোজপুর
বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে পিরোজপুর
এবার এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৪ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।
এ বছরের পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।
বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ।
১৪৭ দিন আগে
পিরোজপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভেযোগে আটক ২
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক স্কুলছাত্রীকে দুদিন বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (৩০) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী এলাকার মোয়াজ্জেম খানের ছেলে তরিকুল ইসলাম (১৮)।
আরও পড়ুন: আশুলিয়ায় চলন্ত বাসে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: একজনের স্বীকারোক্তি, ৫ জন রিমান্ডে
ভুক্তভোগীর নানী জানান, বৃহস্পতিবার বিকালে মোড়েলগঞ্জ থেকে ছবি তুলতে তাদের পার্শ্ববর্তী উপজেলার ইন্দুরকানীর ঘোষের হাট বাজারে যায় তার নাতনি। তখন তার নাতনির সাথে আগে থেকে পরিচিত তরিকুল ইসলামের সাথে দেখা হয়। এ সময় তরিকুলের দুলাভাই মাসুম হাওলাদার তাদেরকে দেখে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। মাসুম হাওলাদার পরে তরিকুলকে মাসুদদের বাড়িতে আগে থেকে পাঠিয়ে দিয়ে তার নাতনিকে নিজের বাড়িতে না নিয়ে এনামুল মৃধার বাড়িতে আটকে রেখে দুদিন ধর্ষন করে।
তিনি জানান, তার নাতনি বাড়িতে ফিরে না গেলে অনেক খোঁজাখুঁজির পরে তরিকুলের মাধ্যমে জানতে পারে তাকে আটকে রাখা হয়েছে। তখন তাদের পরিবারের সদস্যরা ইন্দুরকানী পুলিশের সহায়তায় শুক্রবার রাতে স্কুলছাত্রীকে উদ্ধার করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে অটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৬৫০ দিন আগে