আ’ লীগের মিছিলে হামলা
কোম্পানীগঞ্জে আ’ লীগের মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় ছয় জন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে৷
উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে শনিবার সন্ধ্যা ৭টার দিকে হামলার এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আহতরা হলেন- সবুজ (৪০) মোহাম্মদ সানি (২৭), দেলোয়ার হোসেন (২৭), দিদার (৩৫) ও জিসান (২৩)। তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত পরিচয়ের অপর এক জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: শাল্লার হামলার ঘটনায় আরও ৬ গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা ও বসুরহাট উপজেলার মেয়র কাদের মির্জার সমর্থকেরা বসুরহাট পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে মিছিল বের করে। সন্ধ্যা ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে চলমান মিছিলের ওপর পেছন থেকে দুর্বৃত্তরা হামলা চালায় এবং মিছিলের ওপর গুলি ছোড়ে। এতে মিছিল থাকা কাদের মির্জার সমর্থক ছয়জন গুলিবিদ্ধ হন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গুলিবিদ্ধরা সবাই কাদের মির্জার অনুসারী। তবে কারা মিছিলে এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেননি। কাদের মির্জার সমর্থকরা এই হামলার জন্য কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে দায়ী করেছেন। এই ঘটনার পর কোম্পানীগঞ্জে উত্তেজনা চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবক খুন
ওসি জানান, কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে এক সাংবাদিক ও যুব লীগের এক কর্মী গুলিতে নিহত হয়।
এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
৩ বছর আগে