মশাল মিছিল
ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল
সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যা ৬টায় পল্টনে তাদের প্রধান কার্যালয় থেকে মিছিল শুরু করে যা শাহাবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে।
তারপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহাবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ করে।
মিছিলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ইউনিট ও ঢাবি শাখাসহ বিভিন্ন ইউনিটের অন্তত ২০০ কর্মী ও নেতারা যোগ দেন।
শেষ মুহূর্তে মিছিলে যোগ দেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরও।
আরও পড়ুন: মালিবাগে গণমিছিল নিয়ে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ
নুর বলেন, ‘ছাত্রলীগ সারাদেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে নৈরাজ্য সৃষ্টি করছে। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক হিন্দু ছাত্রকে শিবির বলে ট্যাগ দিয়ে হত্যার হুমকি দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে তারা রাতভর দুই ছাত্রকে শিবির আখ্যা দিয়ে নির্যাতন করেছে। আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় ভুক্তভোগীদের হত্যার হুমকি দেয় আন্দোলনকারীদের। ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারা বর্বরোচিতভাবে ছাত্রীদের নির্যাতন করে এবং আজ টিএসসিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (বিসিএপি) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা চালায়।
হামলার প্রতিবাদ করে তিনি বলেন, ছাত্রলীগ এখন যা করছে তার খেসারত দিতে হবে।
পরে তিনি ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিসিএল অনেক মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত যার মধ্যে রয়েছে নির্যাতন, পদত্যাগ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।’
আরও পড়ুন: দেশব্যাপী ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের
১ বছর আগে
সিলেটে চা-শ্রমিকদের ৩ দফা দাবিতে মশাল মিছিল
বকেয়া বেতন প্রদান, চা-বাগানের শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ ও পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং ভূমির অধিকারের তিন দফা দাবিতে মশাল মিছিল করেছে সিলেটের চা-শ্রমিকরা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ‘চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’নামের একটি সংগঠনের ডাকেএ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
মশাল মিছিলটি মালনীছড়া চা বাগান থেকে শুরু হয়ে লাক্কাতুরা, চৌকিদেখি হয়ে পুনরায় রেষ্টক্যাম্প বাজারে সমাবেশে মিলিত হয়।
চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরীর সভাপতিত্বে ও রানা বাউরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের প্রধান সংগঠক সঞ্জয় কান্ত দাস, সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়, চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির অহ্বায়ক হৃদেশ মুদি, লাক্কাতুরা চা বাগানের জাহাঙ্গীর হোসেন, কেওয়াছড়ার সঞ্জিত দাস, হিলুয়াছড়া চা বাগানের মজেন গঞ্জু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পর পর চা শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য দ্বিপক্ষীয় চুক্তি হবার কথা। সব সময়ই মালিকরা এই চুক্তি নিয়ে টালবাহানা করে। ২০২১-২২ সালের চুক্তিও আজ পর্যন্ত হয়নি।
এদিকে ডিসেম্বরে চুক্তি হওয়ার পূর্বেই চুক্তির মেয়াদ শেষ হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
৩০০ টাকা মজুরি, চুক্তি সম্পাদনসহ বিভিন্ন দাবিতে আগস্ট মাসে টানা ১৯ দিন ধর্মঘট করেন চা শ্রমিকরা। বিভিন্ন বাধা, ভয়, ভীতি উপেক্ষা চা শ্রমিকরা আন্দোলনে অনড় থাকেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ
২ বছর আগে
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: ববিতে মশাল মিছিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কেও ঘুরে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ: ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলসা মুনতাজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আমরা আতঙ্কিত। স্বাধীন দেশে আমাদের নিরাপত্তাটা কোথায়। পড়াশুনা করতে গিয়ে যদি এমন নির্যাতনের শিকার হতে হয় তাহলে আমরা কোথায় যাবো। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা।
২ বছর আগে
মিহির ঘোষের মুক্তির দাবিতে সমাবেশ ও মশাল মিছিল
ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিল ও কমিউনিস্ট পার্টি বাংলাদেশের (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষের মুক্তির দাবিতে সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কোনো আইন হিসেবে না, সরকার এটাকে মুক্ত কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তার হওয়া সমস্ত বন্দীর মুক্তি দাবি করেছে।
সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে মিছিলটি পল্টন মোড়ের দিকে এগিয়ে যায়। সেখানে মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে বরিশালে মশাল মিছিল
রাজধানীতে বিজয় মিছিলে যানজট, দুঃখ প্রকাশ আওয়ামী লীগের
বিএনপির মশাল মিছিল দেখে জনগণ আতঙ্কিত হয়: তথ্যমন্ত্রী
২ বছর আগে
বিএনপির মশাল মিছিল দেখে জনগণ আতঙ্কিত হয়: তথ্যমন্ত্রী
বিএনপির মশাল মিছিল দেখে জনগণ আতঙ্কিত হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে, তারা আবার কিসে আগুন দেয়, কারণ তারা বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেয়ার, অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে।’
শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের করা বিএনপির সাম্প্রতিক মশাল মিছিল বিষয়ক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে উল্লেখ করে ড. হাছান বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে, কিন্তু বাস্তবে কর্মীরা নামেনি। তারা খালেদা জিয়ার অসুস্থতাকে বাড়িয়ে বর্ণনা করেও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি কারণ বেগম জিয়া এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য যা প্রয়োজন, তার চিকিৎসকরা যেভাবে চায়, সরকার তা করতে বদ্ধপরিকর।
তথ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা চায় তিনি হাসপাতালে থাকুন, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।’
আরও পড়ুন: ছাত্রদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: তথ্যমন্ত্রী
বিএনপি পরগাছার মতো আচরণ করছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, তারা কখনো ছাত্র আন্দোলন, কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে।
'সরকার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করছে' বিএনপির এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্যব্যবস্থার সূচক নয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক।’
‘দেশের স্বাস্থ্যব্যবস্থা যে কত ভালো, করোনার মধ্যে তা প্রমাণিত হয়েছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ যেভাবে সামাল দিতে পারেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালোভাবে সামাল দিতে সক্ষম হয়েছে। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের চিকিৎসকরা ও স্বাস্থ্যব্যবস্থা কত ভালো কাজ করছে এ থেকেই তা প্রমাণিত।
আরও পড়ুন: তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
বিএনপিপন্থী চিকিৎসকেরাও খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন: তথ্যমন্ত্রী
৩ বছর আগে
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সিলেটে মশাল মিছিল
স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সিলেটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনারের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ৩০ মে রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ এবং পরের দিন প্রতীকী ক্লাস কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল
সমাবেশে বক্তারা জানান, করোনা ভাইরাসের কারণে গত প্রায় দেড় বছর ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বারবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজট তৈরি হয়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভালো নেই। শিক্ষা কার্যক্রমের বাইরে থাকায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ারও আশঙ্কা দেখা দিচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, ‘গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝড়ে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই জুনের প্রথম দিনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানাচ্ছি আমরা।’
এসময় তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দেয়ার দাবিও জানান।
আরও পড়ুন: দোকান খুলে দেয়ার দাবিতে বগুড়ায় ব্যবসায়ীদের মিছিল-সমাবেশ
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মদনমোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শাবিপ্রবির শিক্ষার্থী রাজু শেখ, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বিশাল দেব, এমসি কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন আখি, লিডিং ইউনিভার্সিটির নাহিদ হাসান প্রান্তিক প্রমুখ।
৩ বছর আগে