মালবাহী যান চলাচল
বাংলাদেশ-ভারত সীমান্ত আরও ১৪ দিন বন্ধ থাকবে
করোনাভাইরাস মোকাবিলায় ভারতের সাথে সকল সীমান্ত ৩০ জুন থেকে আরও ১৪ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগের মতোই দুই দেশের মধ্যে মালবাহী যান চলাচল অব্যাহত থাকবে।
রবিববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘আমরা সীমান্ত বন্ধের সময়সীমা আরও ১৪ দিনের জন্য বাড়িয়েছি এবং পরিস্থিতি আরও মূল্যায়ন করব।’
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন
এর আগে সরকার গত ২৬ এপ্রিল (সোমবারর) সকাল ৬টা থেকে ভারতের সাথে সীমান্ত বন্ধ করে দেয়।
এ সময়ে শুধু ভারতে অবস্থান করা বাংলাদেশের নাগরিকারা এবং ভিসার মেয়াদ শেষ হতে চলা যাত্রীরা বাংলাদেশের দিল্লি, কলকাতা ও আগরতলা হাইকমিশন অফিস থেকে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে দেশে ফেরার আগে করোনা নেগেটিভ সনদ লাগবে এবং দেশে ফিরে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
৩ বছর আগে