কুষ্টিয়া
কুষ্টিয়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা হাটের ইজারা নেওয়াকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী রশিদ এগ্রো ফুড প্রডাক্টসের মালিক আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে দিনে দুপুরে গুলি ছুঁড়েছেন দুর্বৃত্তরা।
বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে কুষ্টিয়ার শহরের কোর্টপাড়া এলাকার গোসালা গলির বাড়িতে এই ঘটনা ঘটে।
আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি।
আব্দুর রশিদ বলেন, আমাদের স্থানীয় আইলচারা হাট নিলামে আমার ভাতিজা গোল্ডেন রাইস মিলের মালিক জিহাদুজ্জামান জিকু পেয়েছে। এরপর থেকে সন্ত্রাসীরা আমাদের দুজনকে মুঠো ফোনে হুমকি দিয়ে আসছিল। আজকে গুলি করে গেল।
তিন বলেন, সপ্তাহখানেক আগেও মোবাইল ফোনে হুমকি দিয়েছে।
কি কারণে এমন ঘটনা ঘটতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আইলচাড়া হাট নিয়ন্ত্রণ করি। আমার বড় ভাই চেয়ারম্যান, ভাতিজা জিহাদুজ্জামান জিকু এই হাটের জন্য টেন্ডার ড্রপ করেছে। টেন্ডারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে তিনি জানান।
তিনি দাবি করেন তারা টেন্ডার ড্রপ না করলে অল্প টাকায় নেওয়ার জন্য কিছু ব্যক্তি পাঁয়তারা চালাচ্ছিল। ভাতিজা জিকু টেন্ডার ড্রপ করার পর থেকেই বিভিন্নভাবে জিকুকে এবং তাকে হুমকি-ধামকি দিয়ে আসছে কিছু ব্যক্তি। সপ্তাহখানেক আগেও তাকে মুঠো ফোনে হুমকি দিয়েছে বলে জানান তিনি।
রশিদ অভিযোগ করে বলেন, কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব ও মুন্না এই হাট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা।
আরও পড়ুন: মাথায় গুলি নিয়েই জুলাই যোদ্ধা হৃদয় মারা গেলেন
তবে কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব রশিদের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা তো দূরে থাক, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, দুজন ব্যক্তি হেলমেট পড়ে এসে বাইক থামিয়ে কোমর থেকে অস্ত্র বের করে রশিদের বাড়িতে এলোপাতাড়ি গুলি করে তাৎক্ষণাৎ মোটরসাইকেলে করে পালিয়ে যান।
ঘটনাটি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে আব্দুর রশিদ সাহেবের নির্মাণাধীন বাড়িতে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গিয়েছে। আমরা আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি এবং মোটরসাইকেলটির নাম্বার শনাক্ত করার চেষ্টা করছি। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৭ দিন আগে
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইতি খাতুন (৩০) ও তার ছেলে আফনাফ ইব্রাহিম (৩)। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের সিদ্দিকী আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে আব্দুল কাদের সিদ্দিকী শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে পৌঁছালে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। আহত হন আব্দুল কাদের।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক হোসেন ইমাম বলেন, ‘একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।’
চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত একজনকে উদ্ধার করে আগেই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।’
১৯ দিন আগে
কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কিশোর নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে রাজু হোসেন নামের এক কিশোর নিহত হয়েছেন।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে এই ঘটনা ঘটে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এখনও তা জানা যায়নি।
নিহত রাজু (১৮) ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। তিনি পদ্মা নদীর চরে বালুরঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘রাজুর বুকের বাঁ পাশে গুলি করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সোমবার রাতে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
৬৫ দিন আগে
কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু
কুষ্টিয়ায় দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিজানুর রহমান শাহিন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মিজানুর রহমান শাহিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
আরও পড়ুন: ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত, ২৫ বাড়ি ভাঙচুর-লুটপাট
স্থানীয়রা জানায়, শাহিন সকাল ৮টার দিকে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাওয়ার পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৬৫ দিন আগে
কুষ্টিয়ায় ট্রাকচাপায় নারীসহ নিহত ২, আহত ২
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাপায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী তানিয়া আক্তার। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্প ট্রাকের চাপায় সিএনজিটিদুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন: জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ১
এ সময় সিএনজিতে থাকা আরও দুজন যাত্রী গুরুত্বর আহত হন। স্থনীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি হেফাজতে আছে।
৭৫ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধারের অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর এ বুলবুলের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযানে ফিটনেস ও লাইসেন্সবিহীন ৫ গাড়ি জব্দ
তবে অভিযানের সময় ওই বাড়ির মালিক মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর এ বুলবুল বাড়িতে উপস্থিত ছিলেন না।
উদ্ধার অস্ত্র গুলি ও বোমা রাতেই মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ২৬ ড্রেজার মেশিন জব্দ
১০৩ দিন আগে
কুষ্টিয়ায় নির্বিচারে অতিথি পাখি শিকার, বিক্রি হচ্ছে বাজারে
প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে ঝাঁকে ঝাঁকে অতিথি বা পরিযায়ী পাখিরা ভিড় করছে। তবে অসাধু কিছু শিকারি এসব পাখি ধরে বাজারে বিক্রি করছেন বলে স্থানীয় পরিবেশ সংগঠকেরা অভিযোগ করেছেন।
তারা অবিলম্বে এই অতিথি পাখি শিকার বন্ধে প্রশাসনের তৎপরতা চালানোর দাবিও জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার চরে বুনো হাঁস, ছোট-বড় সারস পাখি, শামুকখোল, বালিহাঁস, হরিয়াল, কাদাখোঁচা, রাজসরালি, পাতিকুট, রামঘুঘু, নিশাচর, ডুবুরি পাখিসহ নানা প্রজাতির পাখি আশ্রয় নিয়েছে। তবে ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র ব্যবহার করে এসব পাখি শিকার চলছে।
জানা যায়, উপজেলার মরিচা, ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পদ্মার চরে এবার বিপুল পরিমাণে পরিযায়ী পাখি এসেছে। শিকারিরা বিকাল থেকে দিবাগত রাত পর্যন্ত চরে পাখি শিকার করতে থাকেন। পরে ভোরে বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাখিগুলো নিয়ে আসেন।
উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মার চরে গিয়ে দেখা যায়, পাখি শিকারিরা জাল পেতে পাখি শিকারের জন্য বসে আছেন।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক যুবক বলেন, ‘প্রতিদিন বিকাল হলেই চরে পাখি ধরতে বড় জাল পাতা হয়। জালে পাখি আটকা পড়লে শিকারিরা তা ধরে বিক্রি করে দেয়। আবার অনেক সময় নিজেরাই রান্না করে খায়।’
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল বলেন, ‘পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। পাখি শিকার প্রতিরোধে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’
আরও পড়ুন: নড়াইলের অরুণিমায় অতিথি পাখি দেখতে পর্যটকদের ভিড়
১০৪ দিন আগে
নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন ডিসি
নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৩০ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
১০৭ দিন আগে
কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুষ্টিয়া শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশরাফুল ইসলাম নামে একজনকে হত্যার মামলায় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিন্টু ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিন্টু ফকির কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের বকচত্বরের উত্তর দিকে রউফ চৌধুরীর মার্কেটের সামনে আশরাফুল ইসলামকে তলপেটে, বাম পায়ের উরুসহ শরীরের বিভিন্নস্থানে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০ আগস্ট নিহত আশরাফুল ইসলামের স্ত্রী লাবণী আক্তার ইতি কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীসহ মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।
নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার শালদহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি রঙ মিস্ত্রির কাজ করতেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘আন্দোলকারী আশরাফুল ইসলামকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মিজানুর রহমান। বটতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার পর থেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত।
১২৫ দিন আগে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর পশ্চিম পাড়ে সড়ক দুর্ঘটনায় অভি সরদার (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
অভি সরদার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সুজন সরদারের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একটি ট্রাকের পিছনে মোটরসাইকেল চালিয়ে আসার সময় হঠাৎ ট্রাকটি গতি কমালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী অভি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় জামায়াত নেতার মৃত্যু
১৬২ দিন আগে