উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবি
উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবি সাতক্ষীরাবাসীর
‘উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ চাই’ এই স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।
সোমবার সকাল ১১টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাতক্ষীরা ডিসি অফিস সংলগ্ন সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সর্বস্তরের মানুষ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মানববন্ধন চলাকালে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ২১ দফা দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে বেনাপোলে সাংবাদিকদের মানববন্ধন
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে ও জেলা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব আলী নূর খান বাবুল পরিচালনায় মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম-সদস্য সচিব অ্যাডভোকেট আজাদ প্রমুখ বক্তব্য দেন।
৩ বছর আগে