আবহাওয়াবিদ
ঢাকায় ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
মৃদু কম্পনের মাত্র ৬ দিন পর রবিবার ঢাকার বিভিন্ন অংশে আরেকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পটি দুপুর ১২টা ৪৯ মিনিটে অনুভূত হয়, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
এতে আরও বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইল জেলায়।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সিলেট অঞ্চলের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের আসামের কাছাড় জেলায় রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয়।
আরও পড়ুন: ১২ দিনের মাথায় সিলেটে আবারও ভূমিকম্প
মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে ২ হাজারেরও বেশি মানুষ নিহত, মারাকেচে ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত
১ বছর আগে
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার আবহাওয়া বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশের উত্তরাঞ্চলের বিচ্ছিন্ন স্থানে ও রংপুর বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ী দমকা হাওয়া, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াসে।
৩ বছর আগে
তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা
তিন ঘণ্টার টানা বর্ষণে ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টার বৃষ্টিপাতে নগরীর বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দারা জলাবদ্ধতার সম্মুখীন হয়েছেন।
রামপুরা, বাড্ডা এবং মিরপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে রয়েছে ।
বৃষ্টি পরবর্তী সময়ে, অনেক মানুষকে হাঁটু পানিতে হেঁটে তাদের কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: সিলেটে আরেক দফা ভূমিকম্প
বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাব উদ্দিন বলেছেন, "বুধবারও রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।"
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে একইরকম থাকার সম্ভাবনা রয়েছে।
৩ বছর আগে