ভবন ধ্বস
ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, ভবন ধ্বস
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত সাত জন্য নিহত ও অপর সাতজন গুরুতর আহত হবার ঘটনা ঘটেছে। সিলিন্ডার বিস্ফোরণের ফলে পাশাপাশি দু’টি ভবনের কিছু অংশও ধ্বসে পড়েছে।
মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের গন্ডা জেলার টিকরি গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বুধবার সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেন।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে একই পরিবারের আহত ৫
নিহতদের সাতজনের মধ্যে দুই শিশু ও তিনজন নারীরও রয়েছে। গুরুতর আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়। তবে ধ্বসে পড়া ভবনের নিচে আরও অনেকে আহত হয়ে আটকে পড়ে থাকতে পারে বলে ধারণা করছেন উদ্ধারকারী কর্মকর্তারা।
আরও পড়ুন: খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
গন্ডা জেলার পুলিশ প্রধান সন্তোষ কুমার ইউএনবিকে জানান, সিলিন্ডার বিস্ফোরণে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু করে। বিস্ফোরণের ঘটনায় মূল ভবনের ছাদ ধ্বসে পড়েছে এবং পাশের ভবনটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৩ বছর আগে