সিওপি২৬ প্রধান
যুক্তরাজ্যকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে চায় ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু সমস্যা ও ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ। পুরো বিশ্বজুড়ে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদা ও প্রত্যাশা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে যুক্তরাজ্য বিশেষ অবদান রাখবে বলেও আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
সিওপি২৬ প্রধান অলোক শর্মা বুধবার ঢাকা পৌঁছে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তাদের বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, তারা বর্তমান জলবায়ু পরিবর্তন, এর বৈশ্বিক প্রভাব, জলবায়ু সমস্যা নিরসন, কোভিড-১৯ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, অপরিমিত কার্বন নির্গমনসহ নানা কারণে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হতে যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
তিনি জানান, জ্বালানির চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ব্যাপকভাবে কাজ করছে এবং দেশে বর্তমানে ৫৮ লাখ সোলার পাওয়ারের গ্রাহক রয়েছে।
আরও পড়ুন: সিওপি২৬ সভাপতি অলোক শর্মা ২ দিনের সফরে ঢাকায়
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচর অনেক উন্নত: জাতিসংঘ
এছাড়া সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ও করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের কার্যক্রম নিয়েও আলোচনা হয় দ্বিপক্ষীয় বৈঠকে।
এসময় সিওপি২৬ সভাপতি অলোক শর্মা আগামী নভেম্বরে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সিওপি-২৬ গ্লাসগো সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।
জলবায়ু সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশ বেশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাব্যক্ত করেন সিওপি২৬ সভাপতি।
৩ বছর আগে