স্যানিটারি ন্যাপকিন
পোশাক কারখানায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে বিকাশ
তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের জন্য পাচঁটি কারাখানায় স্যানিটারি ন্যাপকিন কেনার ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বিকাশ। হাতের কাছে জরুরি স্যানিটারি ন্যাপকিন পাওয়ার সুবিধা নিশ্চিত করার মাধ্যমে পোশাক কারখানায় নারীবান্ধব স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার লক্ষ্যেই বিকাশের এই উদ্যোগ।
সম্প্রতি সাভারের আশুলিয়ার অনন্ত গার্মেন্টস, নিউএজ অ্যাপারেলস, গাজীপুরে মেগা ডেনিম, হ্যামস গার্মেন্টস ও চট্টগ্রামের ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস কারখানায় ভেন্ডিং মেশিন স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
ভার্টিক্যাল ইনোভেশনস এর প্রযুক্তিগত সহায়তায় পোশাক কারখানায় এই অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনগুলো স্থাপন করছে বিকাশ। বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে অথবা *২৪৭# ডায়াল করে সহজেই ভেন্ডিং মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে পারবেন নারী শ্রমিকরা। শ্রমিকদের সুবিধার্থে ভেন্ডিং মেশিনের পাশেই ধাপে ধাপে পেমেন্ট করার পদ্ধতি প্রদর্শন করা হয়েছে।
আরও পড়ুন: আইএফআইসি ব্যাংকের সাথে বিকাশের সরাসরি লেনদেন সেবার উদ্বোধন
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ‘পোশাক কারখানায় নারী শ্রমিকদের শারীরিক সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই আমরা এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছি। ফ্যাক্টরি প্রাঙ্গনে অবস্থিত এই মেশিন থেকে সহজেই নারী শ্রমিকরা বাজার মূল্যের চেয়ে কম দামে ন্যাপকিন কিনতে পারবেন। এই উদ্যোগকে আগামীতে পর্যায়ক্রমে আরও বড় পরিসরে নিয়ে যাবে বিকাশ।’
পোশাক খাতের শ্রমিকদের সহজ, নিরাপদ ও সাশ্রয়ী ডিজিটাল বেতন বিতরণ ব্যবস্থা এবং তাদের জন্য টেকসই আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে বিকাশ।
এই ইকো-সিস্টেমের অংশ হিসেবে ফ্যাক্টরির ভেতরেই ন্যায্য মূল্যের দোকান ‘সুলভ বাজার’স্থাপন করছে বিকাশ যেখানে বিকাশ পেমেন্টে শ্রমিকদের জন্য বিভিন্ন পণ্যে থাকছে আকর্ষণীয় ছাড়।
আরও পড়ুন: বিকাশে মোবাইল রিচার্জে ৩০ শতাংশ ক্যাশব্যাক
২ বছর আগে
বাজেট: যেসব পণ্যের দাম কমবে-বাড়বে
আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সাথে সাথে (২০২১-২২) বেশ কয়েকটি পণ্যের দাম বাড়তে ও কমতে পারে।
আরও পড়ুন: বর্তমানে বাংলাদেশ 'বিস্ময়ের বিস্ময়’: অর্থমন্ত্রী
দাম কমবে
যেসব পণ্য ও পরিষেবার মূল্য কমতে পেতে পারে তার মধ্যে রয়েছে মাইক্রোবাস, হাইব্রিড যানবাহন, এলইডি বাল্ব, স্টেইনলেস স্টিল, মুরগি/মাছের খাবার, চিকিৎসার যন্ত্রপাতি তৈরির জন্য ব্যবহৃত উপকরণ, ওষুধ উৎপাদনের জন্য ব্যবহৃত উপাদান, অটিজম পরিষেবাদির পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন, তাজা ফল, চাল।
আরও পড়ুন: বাজেট: স্বাস্থ্য খাতের জন্য ৩২ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ
স্থানীয়ভাবে উৎপাদিত ব্লেন্ডার, জুস মেশিন, মিক্সার, গ্রিন্ডার, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং বৈদ্যুতিক চুলার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত বা এসেম্বলড কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, প্রিন্টার, স্ক্যানার, কীবোর্ড, মাউস, মাদারবোর্ড, পাওয়ার ব্যাংক, রাউটার, নেটওয়ার্ক ডিভাইস, স্পিকার, সাউন্ড সিস্টেম, ইয়ারফোন, হেডফোন, পেন ড্রাইভ, সিসিটিভি, মনিটর, প্রজেক্টর, ইউএসবি কেবল, ডেটা কেবল, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, সম্মিলিত হারভেস্টার এবং থ্রেসার মেশিন।
আরও পড়ুন: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট: বিজিএমইএ
দাম বাড়বে
যেসব পণ্য ও পরিষেবার দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে মাশরুম, আমদানি করা মাংস, পাখির হিমায়িত মাংস, মিনারেল ওয়াটার, মোবাইল ফোন (সেলুলার ফোন), লোহার বার এবং রড, অস্বচ্ছ নুন, চিনির মিষ্টান্ন, যানবাহনের সুরক্ষা কাঁচ, আমদানি করা গাজর, চুইংগাম, শিল্প লবণ এবং বিদেশি সাবান।
৩ বছর আগে