ডায়িং কারখানা
সাভারে বয়লারের গরম পানি থেকে ৪ শ্রমিক দগ্ধ
সাভারের আশুলিয়ায় একটি ডায়িং কারখানায় কাজ করার সময় বয়লারের গরম পানি থেকে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকার এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানা এই ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন রাশেদুল, হাসান, স্বন্দীপ ও আনোয়ার।
আরও পড়ুন: অগ্নিদগ্ধ হয়ে কুষ্টিয়ায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে ২ জনের ৬০ শতাংশ এবং বাকী ২ জনের যথাক্রমে ১০ ও ১৫ শতাংশ করে দগ্ধ হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে বগুড়ায় দম্পতিসহ দগ্ধ ৪
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় ৪ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে কয়েক ব্যক্তি। পরে তাদের দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে দগ্ধদের মধ্যে থেকে ৬০ শতাংশ করে পুড়ে যাওয়া রাশেদুল ও হাসানকে আইসিওতে পাঠানো হয়। বাকী ২ জনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
দগ্ধ শ্রমিকদের স্বজন ও সহকর্মীরা জানান, কারখানার ভিতরে কাজ করার সময় দূর্ঘটনাবশত বয়লারের গরম পানি তাদের শরীরে পড়লে তারা ৪ জন দগ্ধ হন।
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, এ দুর্ঘটনাটির খবর আমরা শুনেছি।
৩ বছর আগে