থ্রি-হুইলার
ঈদের ছুটিতে থ্রি-হুইলার ও মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়ান: কাদের
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে সড়ক দুর্ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কে থ্রি-হুইলার ও মোটরসাইকেল চলাচলের বিষয়ে সতর্কতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে সড়ক ভবনে ঈদুল ফিতরে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত সংশ্লিষ্টদের সভায় তিনি এ নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, 'আমরা এখনো দুর্ঘটনার আশঙ্কায় আছি। এসব দুর্ঘটনার শেষ নেই। তিন চাকার গাড়ি ও মোটরসাইকেলের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। এজন্য নিরাপদ সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা যদি অনিচ্ছুক থাকি তবে দুর্ঘটনা ঘটতেই থাকবে। এক্ষেত্রে অন্যকে দোষারোপ না করে বরং নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত।’
আরও পড়ুন: বঙ্গবন্ধু চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস: কাদের
থ্রি-হুইলার ও মোটরসাইকেল ঈদে রাস্তায় সবচেয়ে বড় উপভোগ্য বিষয় উল্লেখ করে তিনি বলেন, ২২টি মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
এখানে হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে হবে।
এ সময় ঢাকা শহরে ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, 'এই শহরে অনেক কারখানা আছে যারা এসব গাড়ি তৈরি করে। আমি নিজে দেখেছি। তারা গাড়ি রং করছে। রং দশ দিনও স্থায়ী হয় না।’
মন্ত্রী বলেন, 'ঢাকার প্রাইভেট কার ও বাসের দিকে তাকান। ঢাকা শহরের এসব ফিটনেসবিহীন গাড়ি আমাদের উন্নয়ন অর্জনে লজ্জাজনক।’
ঈদে গাড়ির ফিটনেস দেখানোর বদলে সত্যিকার ফিটনেস সম্পন্ন গাড়ি বের করতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় ঈদের জন্য সম্ভাব্য ১৫৫টি যানজট পয়েন্ট চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: পরিবহন খাতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হবে না: কাদের
৯ মাস আগে
সিলেটে বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে ৫ জন নিহত
সিলেটে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্তে সিলেট-তামাবিল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে সিলেট থেকে জাফলংগামী একটি বাস সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্তে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি থ্রি হুইলারের (স্থানীয়ভাবে টমটম বলে) সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
নিহতরা সবাই টমটমের যাত্রী ছিল।
আরও পড়ুন:জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
জৈন্তাপুর ও বটেশ্বর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় খাদে পড়ে যাওয়া বাসটিকে উদ্ধারে কাজ করে।
এদিকে ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে দীর্ঘ যানজট দেখা গেছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনা ও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে পাগলু, নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৬
ঠাকুরগাঁওয়ে পাগলু ও নসিমনের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন।
বৃহস্পতিবার বিকালে ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন: খুলনা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পুলিশ ও প্রত্যক্ষর্দশীরা জানায়, বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী থেকে যাত্রী নিয়ে একটি থ্রি-হুইলার (পাগলু) জেলা শহরের দিকে আসার পথে সদর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে ১ জন মারা যায়। আহত হয় থ্রি-হুইলারের ৭ যাত্রী। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
আরও পড়ুন: বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলম জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
তাৎক্ষনিকভাবে ১ জন নিহত ব্যক্তি বগুড়া জেলার ব্যবসায়ী বলে জানা গেছে। বাকিদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।
৩ বছর আগে