সেপটিক ট্যাঙ্কির বিষাক্ত গ্যাস
ভোলায় সেপটিক ট্যাঙ্কির বিষাক্ত গ্যাসে নিহত ২
ভোলা সদর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কির সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার পূর্ব ইলিশায় এঘটনায় আরও তিন জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু
নিহতরা হলেন- আবদুল মালেক (৪৫) ও জসিম (৪০)।
স্থানীয়রা জানান, ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংসনের পণ্ডিতের পোল এলাকায় নিরব বুলাই বাড়িতে রাজমিস্ত্রি মালেক মিয়া গত ১ মাস আগে তার নিজের একটি সেপটিক ট্যাঙ্কি নির্মাণ করেন।
শনিবার সকালে আবদুল মালেক প্রথমে নিজেই সেপটিক ট্যাঙ্কির সেন্টারিংয়ের কাঠ খুলে ভেতরে প্রবেশ করেন। তার সাড়া না পেয়ে এরপর জসিম, কবির ও সাহাবুদ্দিন নামে আরও তিন রাজমিস্ত্রি ট্যাঙ্কির ভেতরে গেলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন।
এসময় অপর এক শ্রমিক উদ্ধার করতে গিয়ে চিৎকার দিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের পাঁচ জনকে উদ্ধার করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু
তারা জানায়, অসুস্থ পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেয়া হলে মেডিকেল অফিসার ডা. আমানউল্লাহ মালেক ও জসিমকে মৃত ঘোষণা করেন।
এছাড়া কবির ও সাহাবুদ্দিন ভোলা সদর হাসপাতালে ও মো. নবী বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
৩ বছর আগে