সীমান্তবর্তী ১০ গ্রামে লকডাউন শুরু
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ১০ গ্রামে লকডাউন শুরু
চুয়াডাঙ্গা, ০৬ জুন (ইউএনবি)-জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তঘেঁষা ১০টি গ্রামে লকডাউন শুরু হয়েছে।
রবিবার সকাল থেকে গ্রামগুলোতে লকডাউন কার্যকর শুর হয়। এর আগে শনিবার উপজেলা পর্যায়ের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির জরুরি সভায় গ্রামগুলো লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া গত ২ জুন থেকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ৭টি গ্রামে লকডাউন চলমান রয়েছে। দুই দফায় এ নিয়ে দামুড়হুদা উপজেলার ১৭টি গ্রাম লকডাউনের আওতায় আসল।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, করোনায় আরও একজনের মৃত্যু
লকডউনের আওতায় নতুন ১০ গ্রামগ্রলো হলো-দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি, চাকুলিয়া ও ঠাকুরপুর এবং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর, ঝাঁঝাডাঙ্গা, কামারপাড়া, বারাদী, নাস্তিপুর, ছোট বলদিয়া ও বড় বলদিয়া।
দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে গত দু সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন নিশ্চিতে সকাল থেকে ওইসব এলাকাগুলোকে নজরদারিতে রাখা হচ্ছে। গ্রামের কোন মানুষ যেন বাইরে বের হতে না পারে এবং বহিরাগত কেউ যেন গ্রামে প্রবেশ করতে না পারে সেজন্য পার্শ্ববর্তী এলাকাগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম জানান, গ্রামবাসীকে লকডাউন মানার জন্য আহ্বান করা হচ্ছে। সকাল থেকে তাদের জনসচেতনতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ১২তম দিনে মৃত্যু ৯, শনাক্ত ১০৭
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান জানান, গ্রামগুলোতে লকডাউন বাস্তবায়নে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি মানুষের চলাচল ঠেকাতে পুলিশ, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
৩ বছর আগে