বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান
বাজেটে দরিদ্র ও বেকাররা ব্যাপকভাবে অবহেলিত: বিএনপি
বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, সরকার আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দরিদ্র ও বেকারদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না দিয়ে এই মহামারির মধ্যে তাদেরকে উপেক্ষা করেছে।
রবিবার জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের আলোচনা সভায় বিএনপি নেতা এসব কথা বলেন।
আরও পড়ুন: বাজেট: স্বাস্থ্য খাতের জন্য ৩২ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ
নজরুল ইসলাম বলেন, ‘সরকার প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর হ্রাস করেছে যার ফলে মাত্র ২০টি শীর্ষস্থানীয় লাভজনক কোম্পানি ১৪৬ কোটি টাকার সুবিধা পাবে। অন্যান্য কোম্পানিগুলোও এর সুবিধা ভোগ করবে।’
আরও পড়ুন: বাজেট: কালো টাকা বৈধ করার সুযোগ না দেয়ায় টিআইবির সাধুবাদ
তিনি বলেন, ‘কিন্তু বাজেটে করোনাভাইরাসের কারণে বেকার ও দরিদ্র হয়ে পড়া লাখ লাখ মানুষের জন্য কোন বরাদ্দ ও প্রণোদনা প্যাকেজ নেই। অনানুষ্ঠানিক খাতের অনেক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। বাজেটে তাদের জন্যও বরাদ্দ নেই।’
নজরুল ইসলাম বলেন, ‘অনেক হকার এবং পরিবহন শ্রমিক, লঞ্চ, রিকশা চালক, দিনমজুর ও হোটেল শ্রমিকরা বেকার হয়ে পড়েছে এবং আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র সীমায় এসেছে। কিন্তু সরকার তাদের জন্য কোনও প্রণোদনা দেয়নি।’
আরও পড়ুন: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট: বিজিএমইএ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম করোনার কারণে বেকার হয়ে পড়া শ্রমিকদের মাসিক ভাতা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
তিনি বলেন, বেকারদের জন্য ভাতা চালু করার সময় এসেছে। আমাদেরকে অবশ্যই তাদের রক্ষা করতে হবে এবং একটি ন্যায্য মূল্যে বা রেশন ব্যবস্থার অধীনে তাদেরকে খাদ্য সরবরাহ করতে হবে। দেশে এখন লাখ লাখ শিক্ষিত এবং অশিক্ষিত বেকার মানুষ রয়েছে। তাদেরকে মর্যাদার সাথে বাঁচতে দিতে হবে আমাদের।
বিএনপি নেতা মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়নে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং দলের নেতা-কর্মীদের তার জীবন থেকে শিক্ষাগ্রহণ করার আহ্বান জানান।
আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র এবং জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
৩ বছর আগে