বাসের ধাক্কায় শ্রমিক নিহত
মাগুরা-ফরিদপুর সড়কে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
মাগুরা-ফরিদপুর সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের যাত্রী এক পল্লী বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন।
রামনগর এলাকায় রবিবার এই দুর্ঘটনায় আরও পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
নিহত জামাল সর্দার (২৫) যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের এনায়েত সদ্দারের ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, একটি নসিমন যোগে মাগুরা থেকে কিছু বিদ্যুৎ শ্রমিক দৈনন্দিন কাজে শ্রীপুরের ঘসিয়াল গ্রামে যাচ্ছিল। নসিমনটি মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় পৌঁছলে মাগুরা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এটিকে ধাক্কা দেয়। এ সময় শ্রমিক জামাল সর্দার নসিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় নসিমনে থাকা আরও পাঁচ শ্রমিক। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ওসি জানান, এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
৩ বছর আগে