ইউএনবির সাংবাদিক
অসুস্থ ইউএনবির সাংবাদিক বিষ্ণু প্রসাদের খোঁজ নিতে গেলেন বাগেরহাটের জেলা প্রশাসক
বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ ইউনাটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) বাগেরহাটের প্রতিনিধি সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীকে দেখতে গেলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
রবিবার দুপুরে তিনি বাগেরহাট শহরের শালতলার বাসায় যান এবং ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় তিনি সাংবাদিক বিষ্ণু প্রসাদের চিকিৎসার সার্বিক খোঁজখর নেন।
জেলা প্রশাসক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীকে দেখে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় বাগেরহাট এবং খুলনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায় (বিএসএমএমইউ), খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাগেরহাট সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়েও তাকে এখনও সুস্থ করতে পারেনি। ৪ মাস ধরে বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী অসুস্থ রয়েছেন।
আরও পড়ুন: ইউএনবি এবং ঢাকা কুরিয়ারে এডিটর এট লার্জ হিসেবে যোগ দিলেন আফসান চৌধুরী
চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে বাগেরহাটে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে এখনও চিকিৎসকরা নিদির্ষ্টভাবে তার রোগ নির্ণয় করতে পারেনি। পুনরায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় বিএসএমএমইউতে ভর্তি হতে হবে।
সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী গত ৭ ফেব্রুয়ারি বাগেরহাট সদর হাসপাতালে করোনাভাইরাসের প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর থেকে তার জ্বর, শ্বাসকষ্ট, মাথা ও বুকে ব্যাথাসহ একের পর এক উপসর্গ দেখা দেয়। এ অবস্থায় প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে মেডিকেল বোর্ড বসিয়ে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে প্রথম দফায় ১৬ ফেব্রুয়ারি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী সেখানে দুই দফায় সিসিইউতে ভর্তি ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেন তাকে। তবে চিকিৎসকরা তাকে সুস্থ করতে পারেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই নারীসহ ৪ ভুয়া সাংবাদিক আটক
অবস্থার আরও অবনতি হলে ১৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য বিষ্ণু প্রসাদকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে বিএসএমএমইউতে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দুই দফায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করা হয়। একের পর এক বিভিন্ন টেস্ট করানো হয়। সিটিস্ক্যান, এমআরই, আলট্রসোনোগ্রাফি, বোনমেরু, বোনমেরু স্ক্যান, মেরুদন্ডের লালা,ইসিসি,এক্সেরে, ইউরিনকালচার এবং ইকোস ব্লাডের বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এখন পর্যন্ত সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা তার রোগ নির্ণয় করতে পারেনি।
বিএসএমএমইউর মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সোহেল মাহমুদ আরাফাতের অধীনে তিনি চিকিৎসাধীন। আবারও ভর্তি হতে হবে এই শর্তে গত ৫ এপ্রিল তিনি ছুটে নিয়ে বাসায় আসেন। চিকিৎসকরা আবারও তাকে বিএসএমএমইউতে ভর্তি হতে বলেছেন। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা যথেষ্ট গুরুত্বের সাথে সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর চিকিৎসা দিচ্ছে। বিএসএমএমইউতে এখনও তার চিকিৎসা শেষ হয়নি। এখনও সঠিকভাবে তার রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। সেখানের চিকিৎসকদের নির্দেশনা মোতাবেক আবারও তাকে বিএসএমএমইউতে ভর্তি হতে হবে। সেখানের চিকিৎসকরা বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।
এদিকে বাগেরহাট প্রেসক্লাব নির্বাহী কমিটির সভা করে সিদ্ধান্ত নিয়ে বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দিয়েছেন। তবে ওই স্বারকলিপির বিষয়ে কোন সাড়া এখনো পাওয়া যায়নি বলে সাংবাদিকরা জানান।
৩ বছর আগে