ঝড়-বৃষ্টি
ফরিদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাস পাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস(১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) ও মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)। নিহতরা পরস্পর বন্ধু বলে জানা যায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিন মোটরসাইকেল আরোহী কামারখালী থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।
তিনি বলেন, দ্রুতগামী কোনো বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এর পরপরই এলাকাবাসী ওই তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত তিনজন পরস্পরের বন্ধু। তাদের মধ্যে হুসাইন সরদার স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
চুয়াডাঙ্গায় আবারও টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা
চৈত্রের দাবদাহের মতো এই বৈশাখের গরমেও অতিষ্ঠ জনজীবন। এখন বৈশাখী ঝড়-বৃষ্টির ছন্দে স্বস্তিতে ফেরার প্রার্থনা সবার।
প্রকৃতি পুড়ছে গ্রীষ্মের তাপদাহে। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ। এছাড়া অসহনীয় গরম আর তাপদাহে বিমর্ষ প্রাণ-প্রকৃতি।
এদিকে সোমবার বিকালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৩৪ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বের দূষিত শহরের তালিকায় রবিবার সকালে ঢাকা ৯ম
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
রাকিবুল হাসান বলেন, এ পরিস্থিতি থাকবে আরও কয়েকদিন। এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজারের ভ্যানচালক লিপু মিয়া বলেন, ব্যাটারিচালিত চার্জার ভ্যান চালাতে কষ্ট নেই। কষ্ট এ রোদে যাত্রী নিয়ে যেতে।
আর বেশি তাপের কারণে মানুষ বের হয় না, এ জন্য আয় রোজগার কমে গেছে।
চুয়াডাঙ্গা আলী হোসেন মার্কেটের ইলেকট্রনিক মিস্ত্রি শিলন আলী বলেন, গরমে নাভিশ্বাস অবস্থা। মার্কেটে প্রচুর গরম থাকায় দিনের বেলা অনেকটা ফাঁকা থাকছে।
দিনমজুর সামসুল বলেন, এতো তাপদাহ সহ্য করা কঠিন। জমিতে বেশিক্ষণ কাজ করতে পারলাম না। এখন এই ছায়ায় বসে আছি। আজ কাজ শেষ করতে দেরি হবে।
রাস্তার পাশে বসে বেল ও কলা বিক্রেতা মুনছুর আলী বলেন, কোনো বিক্রি নেই। গাছের নিচে শুয়ে-বসে কাটাচ্ছি। এভাবে চললে সংসার চালানোই দায় হয়ে যাবে।
তরমুজ ও ডাব বিক্রেতা শামীম হোসেন বলেন, এতো গরম, তারপরও দিনের বিক্রি নেই। কিন্তু এই তাপদাহে দোকানে বসে থাকায় কষ্ট হয়ে যাচ্ছে।
ব্যাটারিচালিত রিকশাচালক লিয়াকত জানান, গরমের কারণে দিনের বেলায় তেমন ভাড়া পাচ্ছি না। আর সন্ধ্যার পরও গরমের কারণে ভাড়া নেই।
আরও পড়ুন: উপসাগরীয় এলাকায় নিম্নচাপ; মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
১ বছর আগে
রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে আম কুড়ানোর সময় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার বিকালে ঝড়-বৃষ্টি শুরু হলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রাম ও ফেনীতে বজ্রপাতে নিহত ৫
স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনাস্থলে বজ্রপাতে মারা যান চককাপাসিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও কাবিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৫৫)। এসময় আহত হন মাহাবুল হোসেনের শিশুপুত্র সোহান আলী (১০), উকিল হোসেনের ছেলে ভুট্টু আলী ( ২০) এবং জনি প্রমানিকের ছেলে পরশ আলী (১০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায় শিশুপুত্র সোহান ও পরশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সামিরা জানান, ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছিলো। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান ও পরশ।
আরও পড়ুন: মানিকগঞ্জে বজ্রপাতে কলেজছাত্রসহ নিহত ২
সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানান ইউএনও।
৩ বছর আগে