প্রবীণ জয়বিক্রম
আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় মুশফিক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ছেলেদের বিভাগের মে মাসের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সোমবার (১৪ জুন) দুপুরে আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে আইসিসি প্লেয়ার অব দা মান্থ’র সংক্ষিপ্ত তালিকায় মুশফিক ছাড়াও পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রবীণ জয়বিক্রম মনোনীত হয়েছিলেন।
আরও পড়ুন: আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে মুশফিক
আইসিসির আচরণবিধি ভাঙায় তামিমকে জরিমানা
এ দুজনকে পেছনে ফেলে মে মাসের সেরা খেলোয়াড় হলেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিক।
৩ বছর আগে
আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে মুশফিক
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ এক খেতাব পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
তালিকায় মুশফিক ছাড়াও পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রবীণ জয়বিক্রম রয়েছেন।
মেয়েদের মে মাসের সেরার লড়াইয়ে আছেন আয়ারল্যান্ডের দুজন, বাঁহাতি স্পিনার লিয়া পল ও লেগ স্পিনিং অলরাউন্ডার গ্যাবি লুইস। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় অন্যজন হলেন স্কটল্যান্ড অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে ২৩৭ রান করেন মুশফিকুর রহিম।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরলেন শাহাদাত হোসেন
আইসিসির আচরণবিধি ভাঙায় তামিমকে জরিমানা
হাসান আলি সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পারফরম্যান্সে। দুই টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছেন এই পেসার।
এছাড়া বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেকে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেন লঙ্কান তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।
৩ বছর আগে