কানপুর
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭
ভারতের উত্তর প্রদেশে শনিবার রাতে হিন্দু ধর্মাবলম্বীদের বহনকারী একটি ট্রলিকে টেনে নেয়া ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কানপুর জেলার ঘটামপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ৫০ জন তীর্থযাত্রী মন্দির থেকে বাড়ি ফেরার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
একজন সিনিয়র পুলিশ অফিসার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ট্রাক্টরের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে প্রায় ২৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় নিহতদের পরিবারের পাশাপাশি আহতদের সমবেদনা জানাতে এবং দুর্ঘটনার শিকারদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
টুইটে মোদি বলেন, ‘কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনায় আমি ব্যথিত। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমার শোক এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য আমার প্রার্থনা রইল। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে।’
পুলিশ অফিসার বলেছেন, ‘দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
পড়ুন: ঘূর্ণিঝড় ইয়ান: ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে ২৭
ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২৫
২ বছর আগে
ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ১৭ জন
ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে বাসের সাথে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছে।
বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনার কথা নিশ্চিত করে রাজ্য পুলিশ।
মঙ্গলবার রাতে কানপুর জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাসটি উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে জাতীয় রাজধানী দিল্লির দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০
কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, ‘দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১৭ জন মারা যান এবং আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে ১০০ বেসামরিক মানুষকে হত্যা
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটে এই ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন:প্রতিশোধ নিচ্ছে ইরান: ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
ভারত সরকার সাম্প্রতিক বছরগুলিতে কঠোর ট্রাফিক আইন প্রয়োগ করেও সড়ক দুর্ঘটনা রোধে ব্যর্থ হয়েছে। ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর প্রায় ১০ লাখের বেশি মানুষ মারা যায়।
৩ বছর আগে