দম্পতি গ্রেপ্তার
মানিকগঞ্জের নারী হত্যা মামলায় দম্পতি গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইরে মারজিয়া আক্তার (৩০) নামে এক নারী হত্যা মামলায় জড়িত সন্দেহে দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে শুক্রবার ফৌজদারী কার্যবিধি’র ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর (খন্ডপাড়া) গ্রামের মৃত শেখ সিদ্দিকের ছেলে শেখ মাসুদ (৩৮) ও তার স্ত্রী রেখা (৩৩)।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
আরও পড়ুন: ২০ বছর ধরে পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার
তিনি জানান, গত ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইরের ওয়াইজনগর হতে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশের খাল থেকে কার্টুন প্যাকেটে ভর্তি অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ক্লুলেস হত্যা মামলা দায়েরের ১১ দিনের মধ্যে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি মাসুদ নিজে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন এবং তার স্বীকারোক্তি ও তথ্য মতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকা হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার জানান, নিঃসন্তান মারজিয়া প্রায় সাত বছর আগে ডিভোর্সের পর ডেন্টাল হাসপাতালে কাজ শিখার জন্য ঢাকার মিরপুরে মাসুদের ভাড়া বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন তিনি। এই সুযোগে মাসুদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের জন্য মারজিয়া পরিকল্পিতভাবে ঢাকার বাসায় শ্বাসরোধ করে হত্যা করে। পরে ধারালো ছুরি দিয়ে জবাই করে। লাশ গুম করার জন্য মাসুদ ও তার স্ত্রী রেখা মারজিয়ার মরদেহ কার্টুনে প্যাকেট করে ঘটনাস্থলে ফেলে যায়।
আরও পড়ুন: বরিশালে গ্রেপ্তার ১, পিস্তল-বোমা জব্দ
দ্রুত সময়ের মধ্যে মামলাটির আনুষঙ্গিক তদন্ত শেষ করে আসামিদের বিরুদ্ধে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।
২ বছর আগে
চুয়াডাঙ্গায় গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের নুরনগর কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শহীদুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৫৭)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনি থেকে শহীদুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ওসি বলেন, শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মূলত গাঁজা ব্যবসা করেন। আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী। শহীদুল গাঁজা কিনে আনেন। আর তা বিক্রি করেন তার স্ত্রী।
শহীদুলের বিরুদ্ধে চারটি ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
২ বছর আগে
মাগুরায় গাঁজা চাষের অভিযোগে দম্পতি গ্রেপ্তার
মাগুরা জেলার শালিখা উপজেলার মনোখালী গ্রাম থেকে গাঁজা চাষের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার গাঁজা গাছসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: ছাদে ফুলের টবে গাঁজা চাষ: ১৯০টি চারাসহ আটক ১
গ্রেপ্তারকৃতরা হলেন শালিখা উপজেলার মৃত নুর আলী বিশ্বাসের ছেলে মো. শাহীন মোল্লা (৩৫) এবং তার স্ত্রী মোছা. রেখা খাতুন(৩০)।
আরও পড়ুন: বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ!
শালিখা থানার পুলিশ সূত্রে জানা যায়, শালিখা উপজেলার গংগারামপুর ইউনিয়ন মনোখালি (গজনগর) গ্রামে মো. শাহীন মোল্লা এবং তার স্ত্রী মোছা. রেখা খাতুন গাঁজা চাষ করছেন এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার দিকে পুলিশ অভিযান চালায়। শালিখা উপজেলার হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বুলবুল এবং ফোর্স মো. শাহীন মোল্লা বাড়িতে অভিযানে চালিয়ে গাঁজা গাছসহ তাদেরকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে