মতলবের ইউএনও মেয়েসহ করোনায় আক্রান্ত
মতলবের ইউএনও মেয়েসহ করোনায় আক্রান্ত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক ও তার সাত বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।
বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
এ তথ্য নিশ্চিত করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. গোলাম কাওছার হিমেল জানান, ইউএনও ও তার মেয়ে হোম আইসোলেশনে আছেন। চিকিৎসা নিচ্ছেন এবং তাদের অবস্থা উন্নতির দিকে।
আরও পড়ুন: শৈলকুপায় দুর্ঘটনায় নিহতদের পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও
স্থানীয়রা জানান, করোনাকে ভয় না পেয়ে তিনি সবার কাছে ছুটে গেছেন। করোনায় মৃতদের দাফন কাফনেও তিনি পিছ পা হননি। এ জন্য সব মহলে তিনি প্রশংসা কুড়িয়েছেন।
এদিকে, চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, নতুন শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১২ জন, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের দুই জন করে এবং মতলব দক্ষিণ ও কুমিল্লার একজন করে রয়েছেন। একই দিনে ২৩ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার আট জন, হাইমচরে তিন, হাজীগঞ্জে চার, মতলব দক্ষিণে এক, ফরিদগঞ্জে দুই ও শাহরাস্তির পাঁচ জন রয়েছেন।
আরও পড়ুন: সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের মাঝে রূপগঞ্জ ইউএনও
তিনি জানান, নতুন আক্রান্তসহ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮৬৭ জন। জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১২৩ জন। সুস্থ হয়েছেন ৪৪৯৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৪৯জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আটজন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
৩ বছর আগে