জেনারেল
ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে
ইঞ্জিনিয়ার কোরের প্রথম অফিসার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে শনিবার ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহন করেছেন।
পূর্বে সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্ব পালনকারী জেনারেল মনোজ পান্ডে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হন। তিনি কলকাতা শহরে অবস্থিত ইস্টার্ন আর্মি কমান্ডের প্রধান ছিলেন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক ছাত্র জেনারেল পান্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরে কমিশন লাভ করেন।
আগের দিন বিদায়ী সেনাপ্রধান ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: ইউক্রেন সংকটের মধ্যেই ইউরোপ সফরে যাচ্ছেন মোদি
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে দেয়া এক টুইটে বলা হয়,‘সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও তার স্ত্রী শ্রীমতি বীনা নারাভানে প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ এবং তার স্ত্রী শ্রীমতি সবিতা কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এক টুইটে জানান, সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের সঙ্গে এ অবিস্মরণীয় বৈঠক করা হয়েছে। তিনি ৪২ বছর ধরে জাতির সেবা করার পর আজ অবসর নিচ্ছেন। একজন সামরিক নেতা হিসেবে তার অবদান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ও সক্ষমতাকে
ভারতীয় সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী।
আরও পড়ুন: তামিলনাড়ুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
মার্কিন আইনপ্রণেতার কাশ্মীর সফরের নিন্দা ভারতের
২ বছর আগে
আরেক রুশ জেনারেল নিহতের দাবি ইউক্রেনের
ইউক্রেনের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধে আরেক রুশ জেনারেল নিহত হয়েছেন। শনিবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, রাশিয়ান মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ মারিউপোল নিয়ে লড়াইয়ের সময় সংঘাতে নিহত হয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তাদের মতে, তিনি যুদ্ধে মারা যাওয়া তৃতীয় রুশ জেনারেল।
আরও পড়ুন: কিয়েভের উপকণ্ঠে রুশ-ইউক্রেন সেনাদের লড়াই চলছে: যুক্তরাজ্য
যদিও রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে কোলেসনিকভের মৃত্যুর খবর এখনও নিশ্চিত করা হয়নি।
তবে, অনানুষ্ঠানিক রাশিয়ান সূত্রে এর আগে নিহত আরেক জেনারেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
রাশিয়ান ৭ম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেটস্কির মৃত্যুর খবর তার সহকর্মী এবং দক্ষিণ রাশিয়ার অফিসারদের অ্যাসোসিয়েশন এর দ্বারা নিশ্চিত করা হয়েছে। আরেক নিহত মেজর জেনারেল ভিটালি গেরাসিমভের মৃত্যুর খবর কোনো রাশিয়ান সূত্র দ্বারা নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: অবরুদ্ধ মারিউপোলে মসজিদে রুশ বাহিনীর গোলা বর্ষণ: ইউক্রেন
ইউক্রেনের শিল্প কেন্দ্রে রুশ যুদ্ধবিমান ও আর্টিলারির হামলা
২ বছর আগে
বিজিবির নতুন প্রধান মেজর জেনারেল সাকিল
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ।
বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: জানুয়ারি মাসে ২১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
বিজিবির অভিযানে ২০২১ সালে ১ হাজার ৭৩ কোটি টাকার মাদক জব্দ
চেইন অব কমান্ড মেনে চলুন, বিজিবি সদস্যদের প্রধানমন্ত্রী
২ বছর আগে
নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, শফিউদ্দিন এখন সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে আগামী ২৪ জুন থেকে তিন বছরের জন্য তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন: আল জাজিরার প্রতিবেদন সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত: সেনাপ্রধান
প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন বিকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
আরও পড়ুন: দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নির্দেশ সেনাপ্রধানের
তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
৩ বছর আগে