বিশ্বাসঘাতক
বিজেপি নেতা মুকুল রায় এবার বাড়িতে ফিরলেন
পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সিনিয়র নেতা মুকুল রায় পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনায় বড় ধরনের ধাক্কা খেলো নরেন্দ্র মোদীর দল বিজেপি।
শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে মমতার উপস্থিতিতে ত্রিণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মমতা বলেন, ‘মুকুল ঘরে ফিরেছে, সে কখনোই অন্যদের মতো বিশ্বাসঘাতক ছিল না। আরও অনেকেই ফিরে আসবে।'
মিডিয়াকে উদ্দেশ্য করে মুকুল রায় বলেন, ‘বিজেপি ছেড়ে আসার পর পুরনো সহকর্মীদের দেখে আমার খুব ভালো লাগছে। ভারত এবং বাংলার একমাত্র নেতা হলেন মমতা।’
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা
উল্লেখ্য ২০১৭ সালে দল বদল করে মুকুল রায় চলে গিয়েছিলেন বিজেপিতে।
মূলত গত সপ্তাহে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পর থেকে মুকুল রায়ের দলবদল নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়।
পশ্চিম বাংলার সর্বশেষ নির্বাচনে মমতার দলের কাছে বিজেপির ব্যাপক ব্যবধানে হারের ঘটনার পর মুকুল রায়ের বিজেপি ছাড়ার ঘটনাটি দলটির জন্য অন্যতম বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
৩ বছর আগে