ইউপি সদস্য প্রার্থী
ইউপি সদস্য প্রার্থীকে হত্যা: আসামির তালিকায় নির্বাচনী প্রার্থী ও স্থানীয় নেতারা
নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রাক্তন ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস (৪২) হত্যা মামলায় ৬৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
নিহতর ছেলে বিটেল দাস বাদী হয়ে শুক্রবার সকালে হাতিয়া থানায় ৬৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন চর ঈশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুমন চন্দ্র দাস (৪০) ও একই ওয়ার্ডের গামছা খালি গ্রামের আনাজল হকের ছেলে আমজাদ (৩৪)।
আরও পড়ুন: মামলার ২৭ বছর পর আপিলে খালাস পেলেন ১৬ আসামি
মামলার আসামিদের মধ্যে আসন্ন চর ঈশ্বর ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হককে প্রধান ও চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসন্ন নির্বাচনে অপর চেয়ারম্যান প্রার্থী আজাদসহ ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলটি দায়ের করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মামলার দুই আসামি সুমন চন্দ্র দাস ও আমজাদকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: নোবেলের বিরুদ্ধে করা মামলা তদন্ত করবে সিআইডি
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে স্থানীয় বাংলা বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সাবেক ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস মোটরসাইকেল যোগে হাতিয়া উপজেলা শহর ওছখালি বাসায় যাওয়ার পথে নন্দ রোডে এক দল দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হন।
৩ বছর আগে