ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দলে নাম লেখালেন সাকিব
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে চেয়ে বারবার ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। এ কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েও পারেননি। এসব জটিলতার মাঝেই আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দলে নাম লিখিয়েছেন তিনি।
লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। অবশ্য দেশে ফিরে ক্লাবটির হয়ে তিনি খেলতে পারবেন কিনা, সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।
সাকিবকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে রূপগঞ্জের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, ‘ক্রিকেটীয় কারণে আমরা সাকিবকে দলে নিয়েছি। সে দেশে আসতে পারলে আমাদের হয়ে খেলবে, না আসতে পারলে সেটা ভিন্ন ব্যাপার।’
গত আসরে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেন সাকিব। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে যাওয়ায় ক্লাবটির সঙ্গে সম্পর্ক ধরে রাখাও সম্ভব হয়নি তার। পরে রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
আরও পড়ুন: আবারও পরীক্ষায় ফেল, সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহালই থাকছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচিত হন সাকিব। গত জুলাই মাসে দেশের বাইরে যান তিনি। এরপর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে হত্যাসহ একাধিক মামলার আসামি হন তিনি।
এরপর দেশের জার্সিতে খেললেও তা ছিল দেশের বাইরে অনুষ্ঠিত টুর্নামেন্টে (পাকিস্তান ও ভারতে)। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে রওনা হলেও দুবাই এসে ফিরে যেতে হয় তাকে।
ওই সময় থেকেই ক্রিকেটে ভালো সময় যাচ্ছে না এক সময়ের বিশ্বেসেরা এই অলরাউন্ডারের। সম্প্রতি তার বোলিং অ্যাকশন অবৈধ বলে গণ্য হয়। এর ফলে খেলার মাঠেও তার কার্যকারিতা কমে যায় অর্ধেক। এ কারণেই কেবল ব্যাটার হিসেবে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না নেওয়ার কথা জানান নির্বাচকরা।
আরও পড়ুন: সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা
বোলিং অ্যাকশন অবৈধ হলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বল করতে বাধা নেই সাকিবের। সে কারণেই তাকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে দেশে ফিরে খেলতে মাঠে নামতে পারবেন কিনা, তা একদমই অনিশ্চিত।
মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে এ বছরের ঢাকা প্রিমিয়ার লিগ। তা আগে আগামীকাল (রবিবার) পর্যন্ত চলবে দলবদল। ক্রিকেটারদের অনলাইন ও অফলাইন দুভাবেই নিবন্ধন করানো যাচ্ছে।
৫৫ দিন আগে
৩ ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব, ৫ লাখ টাকা জরিমানা
ঢাকা প্রিমিয়ার লিগে শুক্রবার আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে লাথি মারা ও মাটিতে ছুঁড়ে ফেলার ঘটনায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫ লাখ টাকা জরিমানা ও তিন ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।
শনিবার সন্ধ্যায় সিসিডিএম কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গুলশানে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানের বাসায় গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিবের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিবও শাস্তি মেনে নিয়েছেন তিনি জানিয়েছেন।
শুক্রবার এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি২০ ক্রিকেট লীগের খেলায় মুশফিকুর রহিমের বিরুদ্ধে এলবিডব্লিউয়’র আবেদন জানিয়ে ব্যর্থ হয়ে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মারেন। পরবর্তী ওভারে আবারও মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান এবং স্ট্যাম্প তুলে মাটিতে ছুঁড়ে ফেলেন।
আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা চলাকালীন এই ঘটনা ঘটে।
শুক্রবার কাজী ইনাম গণমাধ্যমকে বলেন, ‘খেলায় অনেক কিছুই ঘটে। আমরা আজ মোহামেডান এবং আবাহনীর মধ্যে খেলায় কিছু ঘটনা দেখেছি। এটি দুর্ভাগ্যজনক ছিল। এটি ছিল উত্তপ্ত ঘটনা। আমরা সবসময়ই খেলোয়াড়দের উচ্ছ্বাস নিয়ন্ত্রণে রাখতে চাই। এটি একটি টি-২০ ইভেন্ট এবং আমরা এই ইভেন্টে সব আন্তর্জাতিক ক্রিকেট আইন প্রয়োগ করি। ম্যাচ রেফারি ও আম্পায়ারদের প্রতিবেদন পেলে আমরা এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন সাকিব!
.পেজে তিনি লেখেন, ‘প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, যারাই আজকের ম্যাচে আমার আচরণ দেখে কষ্ট পেয়েছেন বিশেষ করে ঘরে বসে যারা খেলা দেখেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে এমনটা মোটেও কাম্য নয়, কিন্তু মাঝে মাঝে প্রতিকুল পরিবেশে এমনটা হতেই পারে। এমন ভুলের জন্য সকল দল, কর্তৃপক্ষ, টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অর্গানাইজিং কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি ভবিষ্যতে এমন কোন কাজে আমি আর জড়াব না। সকলের জন্য ভালোবাসা।’
১৪০৬ দিন আগে