মোটরসাইকেল সংঘর্ষ
বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের বিরামপুরে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে হারুন অর রশীদ নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।
রবিবার (২৩ জুন) দুপুরের দিকে উপজেলার শকুন খোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হারুন অর রশীদ (৩৮) ওই উপজেলার আমাইল গ্রামের আনোয়ার আলী মণ্ডলের ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আরোহীর মধ্যে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
৫ মাস আগে
সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
সিলেটের গোয়াইনঘাটে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অপর মোটরসাইকেলের একজন আহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের বিজিবি ক্যাম্প ও পুরাতন পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন (২০) গোয়াইনঘাট উপজেলার মজিবনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম শ্রাবণ বলেন, ‘ঘটনাটি হাইওয়েতে হওয়াতে আমরা হাইওয়ে পুলিশকে জানিয়েছি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আমরা ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’
আরও পড়ুন: সিলেট ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
তামাবিল হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আল আমিন মারা যান। পরে আহত অন্যজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
তবে তার নাম ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা যায়নি বলেও ওসি জানান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক পিলারে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত, আহত ২
১ বছর আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়ে নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মা ও মেয়ে নিহত এবং বাবা আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের উপজেলার নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের হউজিং সি ব্লকের বাসিন্দা আশরাফুল ইসলাম জনির স্ত্রী রিনা খাতুন (৩০) ও এই দম্পতির মেয়ে জয়া (১১)।
আহত আশরাফুল ইসলাম জনি (৩৬) একই এলাকার আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবা-ছেলে নিহত
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে রাজবাড়ীর পাংশার মাছপাড়া এলাকার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিংয়ের উদ্দেশে রওনা দেন। পথে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্ত্রী রিনা খাতুন নিহত হন। এ ঘটনায় জনি ও মেয়ে জয়া আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চাঁদপুরে পিকআপের চাপায় বাবা-ছেলে নিহত
চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মোটরসাইকেলে চারজন ছিল। ঘটনাস্থলে একজন মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।
২ বছর আগে
দুই মোটরসাইকেল সংঘর্ষে মাগুরায় কলেজছাত্র নিহত
মাগুরায় শ্রীপুর উপজেলায় শনিবার দুই মোটরসাইকেল সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে।
নিহত আকাশ মৃধা (২২) উপজেলার পারপটোরা গ্রামের ডালিম মৃধার ছেলে ও দ্বারিয়াপুর কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় জানান, শনিবার আকাশ মৃধা মোটরসাইকেল চালিয়ে বোনের বাড়ি থেকে শ্রীপুরের নবগ্রাম থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে পূর্বপাড়া মসজিদের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ মৃধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মোটরসাইকেল না পেয়ে মাগুরায় মাদরাসা ছাত্রের ‘আত্মহত্যা’
ওসি জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
৩ বছর আগে