নিয়োগ পরীক্ষা
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার- ২০২৩’ -এর ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
১ম গ্রুপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট দুই হাজার ৪৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৯৩৩৭ জন উত্তীর্ণ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd ফলাফল পাওয়া যাবে।
উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও ফলাফলের মেসেজ পাবেন।
এর আগে ২০২৩ সালের ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৯ হাজার ৩৩৭ জন।
আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
৮ মাস আগে
লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার, আটক ২
লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করায় দুইজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়। আটক হওয়া দুইজন হলেন, মেহেদী হাসান ও ধমকান্ত রায়।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রে ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর মেহেদী হাসান ও ধমকান্ত রায় নামের দুইজন পরীক্ষার্থীর কানে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করেন নিয়োগ কমিটির সদস্যরা।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, আটক দুই পরীক্ষার্থীর কানে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায়। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
১১ মাস আগে
সিরাজগঞ্জে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৭
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মচারী নিয়োগে একজনের পরীক্ষা আরেকজন দেওয়ার অভিযোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ফিরোজ উদ্দিন, লোকমান হোসেন, রাশিদুল ইসলাম সুজন, আশরাফুল ইসলাম, মজিবর রহমান, হাবিবুল্লা বেলালী ও এনামুল হক।
সিরাজগঞ্জ রেভিনিউ ডেপুটি কালেক্টর ও কর্মচারী নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব শিমুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ২০তম গ্রেডের অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ২০ তম গ্রেডের কর্মচারী নিয়োগ বাছাই কমিটির আহবায়ক মো. মোবারক হোসেনের উপস্থিতিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় প্রক্সি পরিক্ষার্থী গ্রেপ্তার
তিনি আরও জানান, মৌখিক পরীক্ষার সময় ওই প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাইকালে তাদের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখায় গরমিল পাওয়া যায়। এ সময় কৌশলে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অন্যদের দিয়ে (প্রক্সি) লিখিত পরীক্ষা দেওয়ার কথা নিয়োগ বোর্ডে উপস্থিত সদস্যদের সামনে তারা লিখিত স্বীকারোক্তি দেন। রাতেই তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় প্রতারণার মাধ্যমে অপরের পরীক্ষা দেওয়ার অভিযোগে সাত ভুয়া পরিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলায় রবিবার রাতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েচে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১
শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সির প্রস্তুতি: বরিশালে গ্রেপ্তার ৩
১ বছর আগে
চট্টগ্রামে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১
চট্টগ্রামে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অধীনে চার ক্যাটাগরির পদে নিয়োগের মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রতারণার দায়ে মো. নিজাম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য প্রার্থীর হয়ে মৌখিক পরীক্ষায়ও প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে নিজাম উদ্দিন।
আরও পড়ুন: দিনাজপুরে মিছিলের সময় শিবিবের দুই কর্মী আটক
শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষা চলাকালে তাকে আটক করার পর সিএমপি কোতোয়ালি থানায় হস্তান্তর করে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা।
আটক নিজাম উদ্দিন মিরসরাই পৌরসভার তারাকাটিয়া ওবাইদুল হকের ছেলে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস জানান, পরিবার পরিকল্পনা সহকারি পদে মৌখিক পরীক্ষা দিতে আসা ব্যক্তির সঙ্গে উত্তরপত্রের ওএমআর এর লিখা এবং হাতের লেখা মিলিয়ে দেখার সময় সন্দেহ হলে মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্যগণ জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি লিখিত কোন পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারেননি। লিখিত পরীক্ষার হাজিরা শিটের স্বাক্ষর ও মৌখিক পরীক্ষার সময় হাজিরা শিটে দেয়া স্বাক্ষরও মেলেনি।
এক পর্যায়ে কর্মকর্তাদের জেরার মুখে তিনি স্বীকার করেন তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তার পরিবর্তে মিরসরাই বাজারের লিটন চন্দ্র দাস এর মধ্যস্থতায় এক লাখ টাকার বিনিময়ে অন্য ব্যক্তি তার পরীক্ষা দিয়ে দেন। জালিয়াতির মাধ্যমে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়ে শনিবার মৌখিক পরীক্ষা দিতে আসেন।
তিনি আরও জানান, এমতাবস্থায় পরীক্ষায় প্রতারণার দায়ে তাকে কেতোয়ালি থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৩১ সদস্য আটক: র্যাব
১ বছর আগে
প্রশ্ন ফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব: প্রতিমন্ত্রী
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
আরও পড়ুন: শিক্ষার্থীরা নতুন বইয়ের সাথে ২ হাজার টাকাও পাবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো প্রশ্ন ফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব। এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। যদি কারও কাছে তথ্য থাকে, আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
উল্লেখ্য, দেশের ২২ জেলায় প্রথম ধাপে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৪ জেলার সবকটি উপজেলায় এবং আটটি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা নেয়া হচ্ছে। ৪৫ হাজার পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সেই হিসাবে প্রতি পদের জন্য লড়ছেন ২৯ প্রার্থী।
২ বছর আগে
ব্যাংক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৫
পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বুধবার ডিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এই্উএসটি) টেকনিশিয়ান মো.মোক্তারুজ্জামান রয়েল, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন, মোস্তাফিজুর রহমান মিনাল, মো.শামসুল হক শ্যামল ও রাইসুল ইসলাম স্বপন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার থেকে বুধবার পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে দুই ভাই খুন: ৬৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩
অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল সেট, চারটি প্রশ্নপত্রের ছবি ও হোয়াটসঅ্যাপে উত্তরপত্র, একটি প্রবেশপত্রের ফটোকপি ও নগদ ছয় লাখ টাকা জব্দ করেছে।
একেএম হাফিজ আক্তার বলেন, বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ)পদের পরীক্ষা গত ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। আর আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এই্উএসটি) বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন তৈরির দায়িত্ব দেয়া হয়েছিল।
হাফিজ আরও বলেন, আমরা সন্দেহ করেছি ফাঁস হওয়া প্রশ্নগুলি পরীক্ষার অনেক আগেই কয়েক হাজার চাকরিপ্রার্থীর কাছে পৌঁছেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, (এইউএসটি) প্রযুক্তিবিদ মোক্তারুজ্জামান স্বীকার করে বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্যান্য সহকর্মীদের সহায়তায় প্রশ্নের অনুলিপি সংগ্রহ করেছিলেন।
আরও পড়ুন: নোয়াখালীতে মন্দিরে হামলা ও লুঠপাটের ঘটনায় গ্রেপ্তার ৪
২ বছর আগে
৫ শর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে নিয়োগ পরীক্ষা নেয়া যাবে: ইউজিসি
শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনেও শর্তসাপেক্ষে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইউজিসি এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র রবিবার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিশ্চিত করুন: ইউজিসি চেয়ারম্যান
পত্রে বলা হয়েছে, বর্তমান কোভিড-১৯ এর উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালু রয়েছে। শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে প্রচলিত সশরীর নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করা সম্ভব না হলে নিম্নবর্ণিত শর্তাবলী আবশ্যিকভাবে প্রতিপালন সাপেক্ষে অনলাইন পদ্ধতিতে পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যেতে পারে।
আরও পড়ুন: দেশের অগ্রগতির জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যানশর্তাবলী:
১। অনলাইনে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না;২। বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার প্রেক্ষিতে অনুমোদিত পদের বিপরীতে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে;৩। অনলাইনে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত একটি নীতিমালা থাকতে হবে;৪। অনলাইনে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকারের অডিও-ভিডিও কমপক্ষে ২(দুই) বছরের জন্য যথাযথভাবে সংরক্ষণ করতে হবে ও
৫। নির্বাচিত আবেদনকারীর মূল সনদপত্রসমূহ যাচাই করে নিয়োগপত্র প্রদান করতে হবে।
৩ বছর আগে