খুলনা হাসপাতাল
করোনা: খুলনা হাসপাতালে ১০০ বেডের বিপরীতে ভর্তি ১৪৩ রোগী
খুলনা করোনা হাসপাতালে ফের ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে। ১০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে ১৪৩ জন রোগী ভর্তি আছে। ফলে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৩ জন।
রবিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:একদিনে রামেক হাসপাতালের করোনা ও উপসর্গে ১৩ মৃত্যু
তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনা আক্রান্ত হয়ে ও দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৪৩ জন রোগী ভর্তি আচেন। এর মধ্যে রেডজোনে ৬৬ জন, ইয়ালোজোনে ৩০, এইচডিইউতে ৩৪ ও আইসিইউতে ১৩ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।
খুলনা করোনা হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের কেশবপুর এলাকার মৃত তোরাব আলী খানের ছেলে আ. মজিদ খান ও খুলনার ফুলতলা বেজের ডাংগা এলাকার মৃত সদম আলীর ছেলে কাজী জালাল উদ্দীন নামে দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে শনিবার (১২ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৫৬ জনের করোনা পজিটিভ এসেছে ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ১৫৬ জনের নমুনার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের। খুলনা মহানগরী ও জেলার।এছাড়া বাগেরহাটের তিন জন, যশোরের দুই, নড়াইলের ও মাগুরার একজন করে রয়েছেন।
আরও পড়ুন: করোনা: কুমিল্লায় নতুন শনাক্ত ২২, মৃত্যু ১
৩ বছর আগে