দ্বিতীয় দফায় উপহার
সিনোফার্মের দ্বিতীয় দফায় ৬ লাখ টিকা দেশে পৌঁছেছে
চীন সরকারের উপহার হিসাবে রবিবার বিকালে দ্বিতীয় দফায় সিনোফার্মের ৬ লাখ করোনা টিকা দেশে এসে পৌঁছেছে।
বাংলাদেশ বিমান বাহিনীর দুটি সি-১৩০ পরিবহন বিমান টিকার ডোজ এবং কিছু সিরিঞ্জ নিয়ে দেশে আসে।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনীর ২৬ জন ক্রু এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি দুটি বিমানে সিনোফার্মের ৬ লাখ করোনা ভ্যাকসিন আনতে রাতে চীনের উদ্দেশে ঢাকা বিমান বন্দর ত্যাগ করে।
আরও পড়ুন: টিকা ইস্যুতে চীনের সাথে কোনো জটিলতা নেই: পররাষ্ট্রমন্ত্রী
এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। এর ৯ দিন পর দ্বিতীয় দফায় আরও ৬ লাখ টিকা উপহার দেয়ার ঘোষণা দেয় চীন।
আরও পড়ুন: করোনা ভ্যাকসিন ক্রয়, যৌথ উৎপাদনের লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা চলছে: চীনা রাষ্ট্রদূত
চীন এই কার্যক্রমকে দুই দেশের মধ্যকার চলমান বন্ধুত্বের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে।
এদিকে, গত ২৭ মে মন্ত্রিপরিষদ চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা ক্রয়ের অনুমোদন দিয়েছে। চলমান জুন ও আগামী জুলাই, আগস্ট মাসের মধ্যে চীন থেকে ৫০ লাখ ডোজ টিকা আনার চেষ্টা করছে বাংলাদেশ।
আরও পড়ুন: চীনের ‘করোনাভ্যাক’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
৩ বছর আগে