পরীমণি
মারা গেছেন পরীমণির নানা
চিত্রনায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (২৪ নভেম্বর) ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
ফেসবুকে তিনি লিখেছেন, 'আমাদের শ্রদ্ধেয় নানুভাই... পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানুভাইকে নিয়ে এখন পিরোজপুরের ভান্ডারিয়ায় তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।'
আরও পড়ুন: এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
তিনি আরও লিখেছেন, ‘সবাই পরীর জন্যে, পরীর নানুভাইয়ের জন্যে দোয়া ও প্রার্থনা করবেন। যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়। আহা! নানুভাই আপনাকে কোনোদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালবাসা রইল।’
উল্লেখ্য, ছোটবেলায় মা মারা যাওয়ার পর নানা বাড়িতেই বেড়ে ওঠেন পরীমণি। পরে ঢাকায় নানার সঙ্গেই থাকতেন এ নায়িকা।
আরও পড়ুন: বিরতির পর ফিরছেন পরীমণি
১ বছর আগে
শুটিংয়ে ফিরলেন পরীমণি
অবশেষে দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন চিত্রনায়িকা পরীমণি। রবিবার (৮ অক্টোবর) দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার শুটিং শুরু করেছেন এই তারকা।
ফেরা প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে পরীমণি গণমাধ্যমে বলেন, ‘এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে শুটিংয়ে ফিরতে পেরে।’তিনি আরও বলেন, ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’
আরও পড়ুন: বিরতির পর ফিরছেন পরীমণি
একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির দৃশ্য ধারণ। চলতি বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।
সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।
আরও পড়ুন: পরীমণির মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে
এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
১ বছর আগে
বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন রাজ
তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজের বিচ্ছেদের খবরের পর এ নিয়ে চুপ ছিলেন রাজ। তবে এবার নিজের বক্তব্য গণমাধ্যমকে জানালেন তিনি।
রাজ গণমাধ্যমে বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ... তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: জানা গেল রাজ-পরীর বিচ্ছেদের কারণ
এই অভিনেতা বলেন, 'আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।'
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শরীফুল রাজকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠান পরীমণি।
আরও পড়ুন: পরী ও রাজের বিবাহবিচ্ছেদ!
বিরতির পর ফিরছেন পরীমণি
১ বছর আগে
বিরতির পর ফিরছেন পরীমণি
ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন এই লাস্যময়ী নায়িকা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অবশেষে পরীমণি চেনা ছন্দে ফিরছেন নতুন সিনেমা দিয়ে।
দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প' শিরোনামে সিনেমা দিয়ে দুই বছরের বিরতি পেরিয়ে শুটিংয়ে ফিরছেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) পরীমণির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আগেরদিন সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কেন গুরুত্বপূর্ণ ভেঙে বলেননি।
আরও পড়ুন: পরীমণির বিছানা ও বালিশে রক্তের দাগ
নিজের ফেসবুকে পরীমণি লেখেন- কালকের (রবিবার) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!
মূলত ‘ডোডোর গল্প’র জন্যই দিনটি তার কাছে স্পেশাল। এদিন রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে সে কথা নিজেই জানিয়েছেন পরী। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
পরীমণির বিপরীতে সিনেমাটিতে কে অভিনয় করবেন তা অচিরেই জানানো হবে। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।
‘ডোডোর গল্প’ সিনেমায় কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি গণমাধ্যমে বলেন, অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে।
এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি।
পরী আর বলেন, 'অবশেষে অপেক্ষার পালা শেষ। এই গল্পের জন্য চার মাসের অপেক্ষা এবং চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা। প্রতিটি দিন চরিত্র এবং স্ক্রিপ্ট নিয়ে ভেবেছি। যার কারণে ‘ডোডোর গল্প’ আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ, অনেকগুলো গল্পের মধ্যে এটি অনেক ভেবে চিন্তে নির্বাচিত করেছি। আশা করি, আমার দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।'
সিনেমার গল্প নিয়ে নির্মাতা রেজা ঘটক বলেন, সিনেমাতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমাটিতে প্রোটাগনিস্ট কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।
সিনেমার চুক্তিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, শংকর শাওজাল, আহসান হাবিব নাসিম, নেওয়াজ, মনিরা মিঠু ও নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: পরীমণির মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে
এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
১ বছর আগে
পরীমণির মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে
মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসেন চিত্রনায়িকা পরীমণি। ঘটনার কিছু বিবরণ দিয়ে পরীমণি আর কথা বলতে পারছিলেন না। একপর্যায়ে তিনি ফুঁপিয়ে কাঁদতে থাকেন।
এজন্য আগামী ধার্য তারিখ থেকে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সোমবার (২৪ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে দুপুর ১টার দিকে সাক্ষ্য দেওয়া শুরু করেন। এসময় আদালতে আইনজীবী, সাংবাদিক, পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন।
সেদিন রাতে বোটক্লাবে কী ঘটেছিল তার বিস্তারিত তুলে ধরতে ইতস্তত বোধ করছিলেন পরীমণি।
তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদ উদ্দিন ঢালী আদালতকে বলেন, পরীমণি লজ্জায় অনেক কথা স্বাক্ষীর জবানবন্দীতে বলতে পারছেন না। এসব কথা বলাও যায় না।
তখন বিচারক বলেন, আপনারা তাহলে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে করার আবেদন করেন। যথাযথ ব্যবস্থা নেব।
তখন বিচারক পরীমণির কাছে জানতে চান, আপনি কি সাক্ষ্য দেওয়ার জন্য ফিট আছেন?
পরীমণি বলেন, আজকে ফিট না। প্রস্তুত হয়ে আসিনি। আর সবার সামনে এসব কথা বলতে চাচ্ছি না।
এরপর আদালত আগামী ১৩ সেপ্টেম্বর তার অবশিষ্ট সাক্ষ্যের তারিখ ধার্য করেন।
আরও পড়ুন: শ্লীলতাহানির মামলায় ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পরীমণি
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদ উদ্দিন ঢালী জানান, আজকেই মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে পরিচালনার আবেদন করব। আশা করছি, আগামী ধার্য তারিখ থেকে মামলাটির বিচার ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হবে।
এ দিন সকাল সাড়ে ১০টার দিকে আদালতে আসেন পরীমণি।
গত বছর ২৯ নভেম্বর পরীমণি এ মামলায় সাক্ষ্য দেন। পরীমণি অসুস্থ থাকায় এর আগে কয়েকদফা সাক্ষ্যগ্রহণ পেছায়।
মামলার আসামি হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এদিন তারা আদালতে হাজিরা দেন।
গত বছর ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন পরীমণি।
মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক কামাল হোসেন।
আরও পড়ুন: পরীমণির মাদক মামলা চলবে, আবেদন খারিজ
পরীমণির বিরুদ্ধে নাসির উদ্দিনের মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ
১ বছর আগে
পরীকে ইঙ্গিত করে সুনেরাহর অভিযোগ
বিয়ের পর বেশ কয়েকবার দাম্পত্য কলহের মধ্য দিয়ে গিয়েছেন তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। সেসবকিছু কাটিয়ে ছেলে রাজ্যকে নিয়ে তাদের সংসারটা এখন ভালো যাচ্ছে। গণমাধ্যমে দেওয়া পরীর বিভিন্ন সাক্ষাৎকারে এমনটাই উঠে আসছে।
কিন্তু সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামালের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নতুন এক বিতর্ক জন্ম নেয়। এই তারকা তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে রাজের সঙ্গে বন্ধুত্ব ও পরীকে ইঙ্গিত করে লেখাটি পোস্ট করেন।
সুনেরাহ পোস্টে লেখেন, ‘১০ বছরেরও বেশি সময় ধরে রাজের সঙ্গে আমার পরিচয়। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী কোনো কারণ ছাড়াই পাগল প্রায় এটা নিয়ে।’
আরও পড়ুন: প্রকাশ পেল ‘সুলতানপুর’ সিনেমার দ্বিতীয় গান ‘বোকা মন’
রাজের ফেসবুক একাউন্টে ভিডিও প্রসঙ্গে সুনেরাহ লেখেন, ‘রাজের একাউন্টে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।’
সুনেরাহ তার পোস্টের কমেন্ট বক্সে একটি রাজের সঙ্গে কথকোপথনের একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেই প্রসঙ্গে লেখেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত, রাজের আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি, প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’
পোস্টের শেষে আইনি ব্যবস্থা নেওয়া কথা উল্লেখ করে সুনেরাহ আরও লেখেন, ‘আমাকে কেউ যদি ডিস্টার্ব করে তাহলে এবার আমি ব্যবস্থা নেব। এর আগে একবার এক নায়িকা প্রচলিত আইনের হুমকি দিয়েছে। এবার যদি কেউ আমাকে নিয়ে খোঁচায় তাহলে আমি ডিরেক্ট মামলা করব তার নামে।’
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে গায়ক ইমরান
১ বছর আগে
এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
ঢালিউড ‘নায়ক’ নির্ভরতায় এগিয়ে যাচ্ছে এখনও। কিন্তু সেই নিয়মিত হিসেবকে খানিকটা হলেও পাল্টে দিয়েছে পরীমণি। পর্দায় বা পোস্টারে তার উপস্থিতিই প্রযোজকের ভরসা বলা যায়।
তবে অনেকদিন কাজের বাইরে ছিলেন ঢাকাই সিনেমার এই পরী। সংসার ও সন্তানের কারণে এই বিরতির পর আবারও ফিরছেন চিত্রনায়িকা।
আরও পড়ুন: পরীমণির অভিমান কি ঘুচল?
শনিবার (৮ এপ্রিল) রাজধানীর এক রেস্তোরাঁয় বেশ ঘটা করে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা অরণ্য আনোয়ার। এসময় হাজির ছিলেন পরীমণি।
তারা জানান, মা দিবস (১৪ মে) উপলক্ষে ‘মা’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ মে।
গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। নাম দিয়েছেন ‘মা’।
আর সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি।
গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।
সিনেমাটি প্রসঙ্গে পরী গণমাধ্যমে পরী বলেন, ‘এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিলো। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি।
১ বছর আগে
নিজেদের জন্য আমরা আর এক হবো না: শরিফুল রাজ
গত বছরের শেষে বিয়ে বিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন শরিফুল রাজ ও পরীমণি।
ঘটনার সূত্রপাত পরীর এক ফেসবুক স্ট্যাটাস থেকে। সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন এই তারকা দম্পতি।
তবে সম্প্রতি নায়িকা শিরীন শিলা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান রাজ-পরী একসঙ্গেই আছে।
আরও পড়ুন: পরীমণির বিছানা ও বালিশে রক্তের দাগ
রাজ ও পরীকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’
তবে শিরীন শিলার এই তথ্যকে ভুল বলে গণমাধ্যমে দাবি করলেন রাজ ও পরীমণি দু’জনই।
রাজ বলেন, ‘বিষয়টি গতকাল থেকে দেখছি। তথ্যটি পুরো ভুল। নিজেদের জন্য আমরা আর এক হবো না।’
আরও পড়ুন: রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমণি
শ্লীলতাহানির মামলায় ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পরীমণি
১ বছর আগে
শ্লীলতাহানির মামলায় ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পরীমণি
শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে তিনি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিপক্ষে সাক্ষ্য দেন।
জবানবন্দি শেষ না হওয়ায় আগামী বছরের ১১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
সাক্ষ্যগ্রহণের সময় পরীমণির সঙ্গে তার স্বামী রাজ আদালতে উপস্থিত ছিলেন।এসময় আসামি অমি ও শহিদুল হাজিরা দেন। তবে, অসুস্থ থাকায় নাসির উদ্দিন সময়ের জন্য আবেদন করেন।
২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে অপর চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমণি ঢাকার সাভার থানায় মামলা করেন।
আরও পড়ুন: পরীমণির বিরুদ্ধে নাসির উদ্দিনের মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ
মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম হচ্ছেন অপর দুই আসামি। এরপর গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।
১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
আরও পড়ুন: পরীমণির মাদক মামলা চলবে, আবেদন খারিজ
হাইকোর্টের আদেশ স্থগিত, পরীমণির বিরুদ্ধে মামলা চলবে
২ বছর আগে
পরীমণির মাদক মামলা চলবে, আবেদন খারিজ
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আবেদন করলে এ আদেশ দেন।
আবেদনে আইনজীবী বলেন, মামলার বিচারকাজ শেষ করার জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। সুতরাং, মামলাটি বাতিল করা উচিত। কারণ আদালত নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে এটি নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল আলম বলেছেন যে যদিও আইনে বলা রয়েছে ১২০ কার্যদিবসের মধ্যে মামলা শেষ করতে হবে। তবে এটা বাধ্যতামূলক নয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম বাতিলের আবেদন খারিজের আদেশ দেন।
আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।
পরীমণির অনুপস্থিতিতে তার আইনজীবীরা হাজিরা দেন। সেসময় পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদারও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পরীমণির অভিমান কি ঘুচল?
৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসায় র্যাবের অভিযানের পর আটক করা হয়। পরদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
২০২১ সালের ৩১ আগস্ট ঢাকার একটি আদালত মাদক মামলায় পরীমণিকে জামিন দেন। পরেরদিন তিনি কারাগার থেকে বের হন।
৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আরও পড়ুন: মিমের স্ট্যাটাসের উত্তর দিয়ে স্ক্রিনশট শেয়ার করলেন পরীমণি
১৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে পুলিশের করা অভিযোগ আমলে নেন।
২০২২ সালের ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক নজরুল ইসলাম এ মামলায় পরীমণিসহ তিনজনকে আসামি করেন।
৩০ জানুয়ারি পরীমণি মামলা ও পরবর্তী অভিযোগ বাতিলের জন্য হাইকোর্টে আপিল করেন।
আরও পড়ুন: ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরীমণি, জানালেন নাম
২ বছর আগে