এয়ার মার্শাল র্যাংক
এয়ার মার্শালের র্যাংক ব্যাজে সজ্জিত বিমান বাহিনী প্রধান
নবনিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নানকে রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এয়ার মার্শালের র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে।
র্যাংক ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং সহকারী চিফ অব নেভাল স্টাফ (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।
আরও পড়ুন: টিকা আনতে চীন যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ২ বিমান
এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিকী, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শহীদ হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার সরকারি কার্যক্রম শুরু করেন।
বিমান বাহিনীর সদর দপ্তরে পৌঁছালে বিমান বাহিনীর প্রধানকে বিএএফ কন্টিনজেন্ট দ্বারা গার্ড অব অনার প্রদান করা হয়।
আরও পড়ুন: পাহাড়ে পথ হারানো ৪ তরুণকে উদ্ধার করল বিমান বাহিনী
তিনি গার্ড পরিদর্শন করেন এবং সালাম নেন। পরে তিনি সদর দপ্তরের চত্বরে একটি চারা রোপণ করেন।
এয়ার মার্শাল শেখ হান্নান ১২ জুন দায়িত্ব গ্রহণ করেন।
৩ বছর আগে