অটোমোবাইল
অটোমোবাইল শিল্প উন্নয়নে মন্ত্রিসভায় নীতিমালা অনুমোদন
দেশে ক্রমবর্ধমান অটোমোবাইল শিল্পের চাহিদার কথা আমলে নিয়ে এর উন্নতিকল্পে একটি খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২১’ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে আমাদের নিজেদের স্বার্থে অটোমোবাইল শিল্পের বিকাশ সাধন জরুরি, শুধুমাত্র আমদানির ওপর নির্ভর না থেকে এই শিল্পের উন্নয়নে কিছু করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
তিনি বলেন, আমাদের দেশে অটোমোবাইল শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আঞ্চলিক পর্যায়ে অটোমোবাইল যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সক্ষমতা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, এই নীতিমালার আরেকটি উদ্দেশ্য হলো কম খরচে যাতে জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য তৈরিতে আন্তর্জাতিক অটোমোবাইল ব্র্যান্ডের সাথে দেশিয় ব্র্যান্ডগুলো যৌথভাবে কাজ করতে পারে সে সুবিধা সৃষ্টি করা।
বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবসের বরাত দিয়ে সচিব বলেন, জাপান তাদের ব্র্যান্ডের পণ্য এই দেশে তৈরির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
আরও পড়ুনঃ বিষাক্ত ‘কিটোপ্রোফেন’ ওষুধের উৎপাদন বন্ধের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন
এদিকে, বৈঠকে সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১' এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া ওআইসির উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডব্লিউডিও) সদস্যপদ গ্রহণের প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
৩ বছর আগে