গোদাগাড়ী
রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
রাজশাহীর গোদাগাড়ীর চরআষাড়িয়া এলাকা থেকে ৫ কোটি ২০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়েছে। এসময় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বুধবার ভোরে রাজশাহী র্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে হেরোইন জব্দ করে এবং বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারেরা হলেন- গোদাগাড়ী উপজেলার চরহনুমন্তনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন (৪৪)এবং তার ছেলে জীবন আলী (১৭)।
র্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত সংলগ্ন পদ্মার প্রত্যন্ত চরাঞ্চল হেরোইন পাচারের একটি বড় রুট হিসেব ব্যবহৃত হয়। একারণে র্যাব-৫ এর গোয়েন্দা দল এই এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারির আওতায় রাখে।
আরও পড়ুন: রাজশাহীতে ১০ কেজি হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
এরই প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে র্যাব-৫ এর সদর কোম্পানির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ীর চর হনুমন্তনগর এলাকার মাদক ব্যবসায়ী কাজিম উদ্দিন হেরোইনের একটি বড় চালান নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে র্যাবের দুইটি দল বিভক্ত হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে চরহনুমন্তনগরে পৌঁছায়। পরে র্যাবের দুটি দল কাজিম উদ্দিনের বাড়ি ঘেরাও করে কাজিম উদ্দিন ও তার ছেলে জীবন আলীকে গ্রেপ্তার করে।
পরে র্যাবের জিজ্ঞাসাবাদে বাড়ির ভেতরের বাথরুমে কীটনাশক স্প্রে মেশিনের ভেতর অভিনব কায়দায় রাখা ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও কাজিম উদ্দিন খড়ের স্তূপের মধ্য অভিনব কায়দায় রাখা ৫ কেজি হেরোইন বের করে দেয়। যার মূল্য প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানায় যে তারা বাবা ছেলে সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। কাজিম উদ্দিন মাদকের চালান সংগ্রহ করা ও অন্যান্য মাদক ব্যবসায়ীদের সব ধরনের হিসাব-নিকাশ ও অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন কাজিম।
এই চক্রের সদস্যরা বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে ভারত থেকে হেরোইন চোরাচালান আমদানি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। পরে আটক বাবা ছেলেকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
হোম বাংলাদেশ আইনশৃঙ্খলা চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: র্যাব
৪৯৮ দিন আগে
রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ: নিহত বেড়ে ৪
রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা চারজনে পৌঁছেছে। সোমবার (১০ জুলাই) রাতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মনিরুল ইসলাম (৪৫) উপজেলার পাকড়ীর গোরিসার আবদুল কুদ্দুসের ছেলে।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টায় নিহতের ভাতিজা ফয়সাল ইসলাম জানান, তার চাচা রাতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার লাশ মর্গে রয়েছে।
এদিকে চারজন খুন হওয়ার ঘটনায় সোমবার রাতে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মামলায় ২১ জনের নাম উল্লেখ করে মোট ৭১ জনকে আসামি করা হয়েছে। বাকি ৫০ জন অজ্ঞাত আসামি।
তিনি আরও বলেন, এ মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এরা হলেন- মো. ইউনুস আলী, মো. রজব আলী, মো. হায়দার আলী, মো. আতাউর রহমান, মো. মঞ্জুর রহমান, মো. ওমর ফারুক ও মো. আনারুল ইসলাম।
সোমবার (১০ জুলাই) রাত ১১টার দিকে গোদাগাড়ী থানায় নিহত সোহেল রানা ছোটনের ভাই হৃদয় বাদী হয়ে মামলা করেন।
এর আগে সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছোটন (৫০), গোদাগাড়ীর বড়গাছী কামারপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮) নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলামের (৪৫) মৃত্যু হয়।
এ ঘটনার পরে ইয়াজপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত মেয়রদের শপথ গ্রহণ
রাজশাহীতে ৮ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা
৬৬১ দিন আগে
রাজশাহীতে বিএসএফের গুলিতে কিশোর আহত
রাজশাহীর গোদাগাড়ীতে বিএসএফের গুলিতে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার চর আষাড়িয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে।
ওবাইদুল্লাহ (১৪) ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।
আহত ওবাইদুল্লাহ’র বাবা গোলাম রসুল জানান, আমার ছেলে সকাল সাড়ে ১০টার দিকে চর আষাড়িয়াদহ এলাকার ভারতীয় সীমান্তের নিকট আমার জমির ধান দেখতে ও গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো। এই সময় ভারতীয় সীমান্ত না বুঝতে পেরে প্রায় ১০ ফিট ভেতরে ঢুকে পরে। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে চলে যেতে বললে কাটা ঘাসগুলো বস্তায় ভরে চলে আসার সময় গুলি করে। এতে করে তার বাম পায়ের উরুতে লেগে গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, তার ছেলে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৬ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
৭২৪ দিন আগে
রাজশাহীতে ৮টি স্বর্ণের বারসহ যুবক আটক
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে আটটি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোদাগাড়ী থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলোসহ তাকে আটক করে।
আটক কামরুজ্জামান (২৭) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকার আবদুল মান্নানের ছেলে।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘ গণনার ক্যামেরা নষ্ট ও চুরি, আটক ১৪
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।
উদ্ধারকৃত স্বর্ণগুলো আসল কিনা তা পরীক্ষা করার জন্য গোদাগাড়ী উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকার উদ্ধারকৃত স্বর্ণগুলো আসল বলে নিশ্চিত করেন।
এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আটক ১৪
৭৯০ দিন আগে
রাজশাহীতে অনুষ্ঠানের খাবার খেয়ে ২০ মাদরাসা শিক্ষার্থী হাসপাতালে
রাজশাহীর গোদাগাড়ীতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাদরাসার ২০ শিক্ষার্থী।
পৌরসভার কেল্লা বারুইপাড়া এলাকার মাদরাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদরাসার অসুস্থ ওই শিশু শিক্ষার্থীদের বুধবার বিকালে গোদাগাড়ী ৩১ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়।
তাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।
আরও পড়ুন: নড়াইলে ট্রলির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ ফারুক জানান, শিক্ষার্থীদের মধ্যে ২০ জন গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি রয়েছে। দুপুরে তারা মুরগীর গোসত, শাক, ডাল ও ভাত খেয়েছে। কী কারণে এমনটি হয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না। আপাতত তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারও অবস্থা গুরুতর নয়।
এদিকে এদের কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে গোদাগাড়ী ৩১ শয্যা হাসাপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম জানান।
মাদরাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদরাসার সুপার মুজিবুর রহমান বলেন, খাইরুল ইসলাম নামে একজনের বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর আর কোন খাবার খাইনি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, অসুস্থ ছাত্রীদের চিকিৎসা চলছে।
হাসপাতালে কর্মরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, খাবারে বিষক্রিয়ার হওয়ায় ছাত্রীদের বমি ও পেটের পিড়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় অপহৃত মাদরাসাছাত্র উদ্ধার
সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
৮২৭ দিন আগে
রাজশাহীতে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভাতিজাদের মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আমতলী ঝিকড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ওয়াহেদ (৬০) একই গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: রাজশাহীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ওয়াহেদের বাড়ির পাশেই তার ভাতিজা মো. হাসানের বাড়ি। এক বাড়ির পানি অন্যজনের সীমানার মধ্যে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে ওয়াহেদসহ তার পক্ষের চারজন এবং অন্য পক্ষের একজন আহত হন। পরে আহতদের হাসপাতালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ মারা যান।
ওসি জানান, ওয়াহেদের মৃত্যুর পর তার ভাতিজারা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।
১০৭২ দিন আগে
রাজশাহীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের জাহিদ হোসেন (২০)।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, উপজেলার বসন্তপুর নাইস ভাটার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, লাশ দুটি আমাদের কাছে আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক।
পড়ুন: ঈদের ছুটিতে সড়কে ৩৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
১০৮৫ দিন আগে
রাজশাহীতে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীর ডাইংপাড়া এলাকার ধানখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: কক্সবাজারে রিসোর্ট থেকে যুবকের লাশ উদ্ধার
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কামরুল ইসলাম জানান, এলাকাবাসী ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সেখান থেকে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের পরনে শুধু লুঙ্গি ছিল। ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে- তা জানতে তদন্ত চলছে।
১১৩৫ দিন আগে
গোদাগাড়ীতে টমেটো চাষে কৃষকের রঙিন হাসি
টমেটো উৎপাদনে দেশব্যাপী সুখ্যাতি রয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার। টমেটোর মৌসুমে অন্তত কয়েকশো কোটি টাকার বাণিজ্য হয় গোদাগাড়ীতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও এ উপজেলায় ব্যাপক হারে টমেটোর ফলন হয়েছে।
প্রায় দুই দশক ধরে এই উপজেলায় টমেটো চাষ হচ্ছে। প্রতি মৌসুমেই বিপুল পরিমাণ টমেটো উৎপন্ন হয় এখানে। দাম ভালো থাকায় এবারও লাভের মুখ দেখছেন কৃষকরা।
উপজেলার কয়েক হাজার চাষি শুধু টমেটো চাষ করেই স্বাবলম্বী হয়েছেন।
চলতি মৌসুমে টমেটোর আশানুরূপ ফলন হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। স্থানীয় চাহিদা মিটিয়ে টমেটো ছড়িয়ে পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।
আরও পড়ুন: লাল বাঁধাকপি চাষ: বদলে দিয়েছে কৃষক বেলালের ভাগ্য
১২০০ দিন আগে
রাজশাহীতে বাসচাপায় শিশু নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার জামাদানির মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. তৌফিক (৫) জেলার বাঘা উপজেলার চারঘাট এলাকার মো. বাবুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তৌফিক তার মায়ের সঙ্গে জামাদানি গ্রামে তার নানার বাড়ি যাচ্ছিল। রাজশাহী থেকে অটোরিকশা যোগে জামাদানি মোড়ে নেমে তার মা অটোরিকশার ভাড়া পরিশোধ করছিল। এরই ফাঁকে শিশু তৌফিক রাস্তা পার হচ্ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রামীন ট্রাভেলস এর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে কিছু দূরে বাঁশলিতলায় স্থানীয়রা আটকে রাখলে পরে পুলিশ জব্দ করে।
শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত
১২৪৬ দিন আগে