মুক্তিযোদ্ধাদের শেষ শ্রদ্ধায়
মুক্তিযোদ্ধাদের শেষ শ্রদ্ধায় নারী কর্মকর্তায় আপত্তি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আহ্বান
জাতির বীর মুক্তিযোদ্ধাদের শেষ শ্রদ্ধায় (গার্ড অব অনার) নারী কর্মকর্তার উপস্থিতির বিকল্প পদক্ষেপ নেয়ার প্রস্তাব যেন বাস্তবায়িত না হয়, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই দাবি জানান সাংসদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার।
শিরীন আখতার বলেন, ‘মহান সংসদে দেশের বীর মুক্তিযোদ্ধাদের শেষ শ্রদ্ধায় সরকারের নারী কর্মকর্তা উপস্থিত না থাকার প্রস্তাব করেছেন আমার সহকর্মী ও মাননীয় সংসদ সদস্যরা। তাদের এমন আচরণে আমি বিস্মিত, হতবাক এবং ব্যথিত।’
সংবিধানে নারী-পুরুষের কোনও বৈষম্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে এমন ঘটনা ঘটতে দেখে আমরা স্তব্ধ হয়ে যাই।’
আরও পড়ুন: সংসদে ৫ সদস্যের চেয়ারম্যান প্যানেল ঘোষণা
গত ১৩ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় একটি কমিটি বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের বাদ রাখার প্রস্তাব দেয়।
এ বিষয়ে জাসদের এই সাংসদ বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জানাজায় নারীদের উপস্থিত থাকার সুযোগ না থাকার কারণে, গার্ড অব অনারেও নারী কর্মকর্তার বিকল্প ব্যবস্থা নেয়ার প্রস্তাবের সমালোচনা করেন। তিনি দাবি করেন, জানাজা আর গার্ড অব অনার প্রদান এক বিষয় নয়।
আরও পড়ুন: ১৩ হাজার ৯৮৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের অন্তরায়
দেশে যখন মৌলবাদ ডানা মেলছে, এমন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের একটি দলের কাছ থেকে এরকম প্রস্তাবের নিন্দা করে শিরিন আখতার বলেন, ‘এমন অপ্রত্যাশিত সিদ্ধান্ত যেন না বাস্তবায়িত হয়, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।’
৩ বছর আগে