ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-২১
মাসব্যাপী প্রদর্শনী হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন’
আগামী ১৭ জুন থেকে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-২১ এর ‘বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন’ মাসব্যাপী প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশ, এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশসমূহ এই তিনটি অঞ্চল থেকে ৪টি ক্যাটাগরিতে নির্বাচিত ১০০টি শিল্পকর্ম নিয়ে মাসব্যাপী ভার্চুয়াল শিল্পকর্ম প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: ফিলিপাইনের রিজাল জাদুঘরে বঙ্গবন্ধু প্রদর্শনী শুরু
যুব সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসানীয় নেতৃত্বের জন্য বাংলাদেশকে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ ঘোষণা করা হয়। ২৫ ডিসেম্বর ২০১৯ ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইস্তাম্বুল ভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরাম (আইসিওইএফ) এই ঘোষণা দিয়েছে। ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ হিসেবে ঢাকাকে নির্বাচন বিশ্বব্যাপী তরুণদের মধ্যে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের বিশ্বাস এই প্রতিযোগিতার আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপনকে আরো সমৃদ্ধ করেছে।
আরও পড়ুন: অনলাইনে ডাকটিকেট প্রদর্শনী একটি মাইলফলক: জব্বার
ওআইসির ৫৭টি সদস্য রাষ্ট্র ও অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট ৩৩৫ জন চারুশিল্পী বাংলাদেশ, এশিয়া, বিশ্বের অন্যান্য দেশ থেকে ৪টি মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন।
৩ বছর আগে