ন্যায় বিচার
চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা
মুষলধারে বৃষ্টির মধ্যে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: 'মার্চ ফর জাস্টিস': যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা জেলা জজ আদালতের সম্মুখে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পরে তাদের সরিয়ে সড়কের একপাশে নিয়ে যাওয়া হয়। সেখানে মুষলধারে বৃষ্টির মধ্যেই শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘আমার খাও, আমার পর, আমাকে গিয়ে গুলি কর’; ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’; ‘আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন? জবাব চাই’; ‘দিয়েছি ত রক্ত আরও দেব রক্ত’; ‘কোটা না মেধা, মেধা, মেধা..।’
৪ মাস আগে
ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৎ হতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে সৎ হতে হবে।
তিনি বলেন, মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে। সঠিক আইনি পরামর্শের মাধ্যমে মামলার জট কমানো সম্ভব।
আরও পড়ুন: আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ
বুধবার (২২ মে) বেলা ১১টায় লালমনিরহাট আদালতে ‘ন্যায়কুঞ্জ’ বিশ্রামাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষ এখন তুচ্ছ ঘটনা নিয়ে মামলা করে। এসব বিষয় সামাজিকভাবে মিমাংসা করাই ভালো, তবে তা হচ্ছে না।
তিনি বলেন, সাংবাদিকরা এসব বিষয়ে পত্রিকায় লেখার মাধ্যমে সচেতন করতে পারেন। ছোট ঘটনাগুলো মিমাংসার মধ্যে দিয়ে মামলার জট ও মামলার দীর্ঘসূত্রিতা কমানো সম্ভব।
সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর বিশেষ অতিথির বক্তব্য দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেনসহ আইনজীবীরা।
আরও পড়ুন: ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
৭ মাস আগে
আমি ন্যায় বিচার পাব: পরীমণি
ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ন্যায় বিচার পাবেন বলে অশাবাদ ব্যক্ত করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।
মঙ্গলবার ডিবি কার্যালয় থেকে বিরিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, আমার বিশ্বাস আমি ন্যায় বিচার পাব।’
এর আগে চিত্রনায়িকা পরিমনির দায়ের করা সাভার থানার মামলায় সাভার থানা পুলিশ সোমবার বিকালে নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ৯ জুন রাতে চিত্রনায়িকা পরীমণি সাভারের বিরুলিয়ার তুরাগ নদীর তীরে অবস্থিত ঢাকা বোট ক্লাবে এক ব্যক্তির সাথে যান। সেসময় তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির উদ্দিন মাহমুদ নামের এক ব্যবসায়ী।
আরও পড়ুন: পরীমনি: নাসির উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। তিনি দাবি করেছেন যে ছয় জন তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল।
ফেসবুক স্ট্যাটাসের পর রবিবার রাত ১০টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখী হন।
আরও পড়ুন: পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
সংবাদ সম্মেলনে এই নায়িকা জানান, তিনি জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। নিজ বাসায় তিনি নিজেকে নিরাপদ বোধ করছেন না।
৩ বছর আগে