ডিবি কার্যালয়
সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা: তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আলোচনা যেন কমছে না।
সোমবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এই তারকা।
ডিবি ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তানজিন তিশা। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তিশা, আত্মহত্যাচেষ্টার গুঞ্জন
তিশা বলেন, ‘ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হন, তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রসঙ্গে তিশা বলেন, ‘ফেসবুকে পোস্ট করা মাত্রই আমি বুলিং হচ্ছি। তাই মনে হয়েছে হারুন স্যারের কাছে এলে, আমি তাদের সহযোগিতা পাব। তাদের সহযোগিতায় আপনাদের বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা।’
উল্লেখ্য, সম্প্রতি আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয় তিশাকে নিয়ে। সেই সঙ্গে গুঞ্জন উঠে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী।
এরপর হাসপাতাল থেকে বাসায় ফেরার পর সাংবাদিকদের উদ্দেশে নেতিবাচক ফেসবুক পোস্ট করেছিলেন তিশা। যদিও এ নিয়ে পরে ক্ষমা চান এই তারকা।
আরও পড়ুন: সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা
আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ: তানজিন তিশা
১ বছর আগে
আর ‘বিকৃত’ করে গান গাইবেন না হিরো আলম
আর ‘বিকৃত’ করে গান গাইবেন না বলে মুচলেকা দিয়েছেন হিরো আলম। বুধবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এই মুচলেকা দেন।
সাম্প্রতিককালে হিরো আলম তার অফিসিয়াল ফেইসবুক/ ইউটিউব চ্যানেলে বিভিন্ন আপত্তিকর, মানহানিকর, বিধি বহির্ভূত ভিডিও ও অন্যান্য কন্টেট শেয়ার করেন। এসব কারণে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং কার্যক্রম করে থাকে। এই সাইবার পেট্রোলিংয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় বুধবার আশরাফুল আলম ওরফে হিরু আলমকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, অর্থ রোজগারের জন্যই মূলত তিনি বিভিন্ন ভাইরাল ইস্যুকেন্দ্রিক কন্টেন্ট তৈরি করে থাকেন। গুণগত মানের চেয়ে তিনি বেশি ভিউ এবং বেশি উপার্জনের লক্ষ্যে কন্টেন্ট নির্মাণ করে থাকে।
এছাড়াও তার কন্টেন্টে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক বিকৃত করে অশোভনভাবে উপস্থাপন করার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তার জানার ঘাটতি থাকার কারণে এমন হয়েছে।
দেশের বেশ কিছু রাজনৈতিক নেতা ও মডেল অভিনেত্রী নিয়ে অশ্লীল গান (যেমন- পালালো পালালো মুরাদ হাসান, রাতের রানী পিয়াসা, মৌ ও পরীমণি নিয়ে বিভিন্ন গান) কেন তৈরি করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এছাড়াও বিভিন্ন গুণী শিল্পী ও কলা-কুশলীদের গান বিকৃত সুরে গাওয়া বা বাঙালির সংস্কৃতি বিকৃতভাবে উপস্থাপন করা, জনমনে অসন্তোষ তৈরি হয় এমন কন্টেন্ট তৈরি ও প্রকাশ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এসব জিজ্ঞাসাবাদে তিনি তার ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ করবেন না মর্মে তিনি মুচলেকা দিয়েছেন।
মুচলেকায় উল্লেখিত বিষয়গুলো হচ্ছে:
১. অভিনয়ের ক্ষেত্রে যেকোন বিশেষ বাহিনীর পোশাক ব্যবহারের ক্ষেত্রে বিকৃতভাবে উপস্থাপন না করে তা যথাযথ নিয়ম মেনে সঠিকভাবে উপস্থাপন করবেন;
২. বাঙ্গালি সংস্কৃতি বিকৃতভাবে উপস্থাপিত হয় এমন কোন কন্টেন্ট তিনি তৈরি ও প্রচার করবেন না;
৩. ব্যাঙ্গাত্মক, মানহানিকর, হেয় প্রতিপন্নমূলক কোন কন্টেন্ট তিনি তৈরি ও প্রচার করবে না; ও
৪. এমন কোন কন্টেন্ট তিনি প্রচার করবে না যাতে জনমনে অসন্তোষ তৈরি হবে।
আরও পড়ুন: বউ পেটানোর মামলায় হিরো আলম কারাগারে
হিরো আলম ও সেফুদাকে ক্ষমা করে দিলাম: অনন্ত জলিল
২ বছর আগে
আমি ন্যায় বিচার পাব: পরীমণি
ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ন্যায় বিচার পাবেন বলে অশাবাদ ব্যক্ত করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।
মঙ্গলবার ডিবি কার্যালয় থেকে বিরিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, আমার বিশ্বাস আমি ন্যায় বিচার পাব।’
এর আগে চিত্রনায়িকা পরিমনির দায়ের করা সাভার থানার মামলায় সাভার থানা পুলিশ সোমবার বিকালে নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ৯ জুন রাতে চিত্রনায়িকা পরীমণি সাভারের বিরুলিয়ার তুরাগ নদীর তীরে অবস্থিত ঢাকা বোট ক্লাবে এক ব্যক্তির সাথে যান। সেসময় তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির উদ্দিন মাহমুদ নামের এক ব্যবসায়ী।
আরও পড়ুন: পরীমনি: নাসির উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। তিনি দাবি করেছেন যে ছয় জন তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল।
ফেসবুক স্ট্যাটাসের পর রবিবার রাত ১০টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখী হন।
আরও পড়ুন: পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
সংবাদ সম্মেলনে এই নায়িকা জানান, তিনি জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। নিজ বাসায় তিনি নিজেকে নিরাপদ বোধ করছেন না।
৩ বছর আগে